Worriedসবাইকে সন্তুষ্ট রাখা বড় দায় Worried

লিখেছেন লিখেছেন ক্ষনিকের যাত্রী ২৮ অক্টোবর, ২০১৪, ১২:২০:৪৬ দুপুর

জনৈক ব্যাক্তি সঙ্গে নিয়ে তাহার পুত্র

যাচ্ছিলো হাটে কিনিতে জিনিস-পত্র।

Day Dreaming

পিতা হয়েছে আরোহন গাধার পিঠে পুত্র চলিলো হেঁটে

এক দল লোক দেখিতে পেলো কিছুদুর পাড়ি দিয়ে।

Day Dreaming

তাহারা বলিলো, এ কেমন পিতা হৃদয়হীন তুমি

পুত্রকে হাটিতে দিয়ে হয়েছ গাধার পিঠে আরোহী।

Day Dreaming

তা শুনে পিতা গাধার পিঠ থেকে নেমে পড়িল

তাতে পুত্রকে বসিয়ে সামনে চলিতে লাগিলো।

Day Dreaming

কিছুদুর পথ অতিক্রম করে দেখিল একদল নারী

বলিতে লাগিলো, কান্ডটা দেখ কি?

পিতা চলিলো পায়ে হেঁটে পুত্র হল সওয়ারী।

Day Dreaming

তা শুনে পিতাও করিলো গাধার পিঠে আরোহণ

আরো কিছু পথ পাড়ি দিল চলিলো খানিক্ষণ।

Day Dreaming

অতঃপর হইল মধ্যাহ্নতপন

চারিদিকে সূর্যের তাপ প্রখরতম।

Day Dreaming

গরমের তাপে গাধাটি চলছিলো ধীর লয়ে

পিতা-পুত্রের ভারে পড়ছিলো নুয়ে।

Day Dreaming

বাজারের কাছাকাছি আরো একদল লোক

গাধার অবস্থা দেখে বলিতে লাগিল খুব,

ছোট একটি জন্তুর উপর কিভাবে চড়িলে দুজন

দেখিতে পারছনা বেশী হয়েছে তোমাদের ওজন।

Day Dreaming

তা দেখে পিতা কহিল পুত্রকে,

চল দুজনেই হেঁটে চলি

সব চেয়ে এটাই ভালো হবে মনে করি,

লোকেরাও আর করবেনা বলাবলি।

Day Dreaming

যখন তারা হাটে পৌঁছে গেল

দেখে সবাই অর্ট্টহাসিতে ফেটে পড়িল ।

Day Dreaming

সবাই বলিতে লাগিল, কেমন মানুষ দেখ ?

সঙ্গে গাধা থাকিতেও হেঁটে বাজারে আসিল।

Day Dreaming

অতঃপর সে পারিল বুঝিতে

সবাইকে পারা যায় না সন্তুষ্ট রাখিতে

সকলের কথায় কর্ণপাত পারিবেনা করিতে।

Day Dreaming

সে সবার কথায় নিজেকে করিল পরিবর্তন

পক্ষান্তরে পরিতৃপ্ত হইলো না কোন জন।

Day Dreaming Day Dreaming Day Dreaming

বিষয়: বিবিধ

১১৪২ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278873
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বেসম্ভব ভালো লাগলো। আসলেই সবাইকে সন্তুষ্ট করা যায় না। কবিতা চো চুইট হয়েছে। Thumbs Up
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০২
222710
ক্ষনিকের যাত্রী লিখেছেন : আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।Happy অনেক অনেক শুকরিয়া। Good Luck Good Luck
278886
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৯
মামুন লিখেছেন : লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
222715
ক্ষনিকের যাত্রী লিখেছেন : ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। Happy অনেক অনেক শুকরিয়া। Good LuckGood Luck শুভেচ্ছা জানবেন।
278907
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪৪
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
222716
ক্ষনিকের যাত্রী লিখেছেন : অনেক অনেক শুকরিয়া। Good Luck Good Luck শুভেচ্ছা সতত।
278919
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৯
আফরা লিখেছেন : কারো ভুল ধরিতে চাইলে যাই করুক না কেন ভুল ধরা যাবে । ধন্যবাদ ভাপু ।
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
222717
ক্ষনিকের যাত্রী লিখেছেন : হুম.... ঠিক বলেছেন আফরাপু। অনেক অনেক শুকরিয়া। Good Luck Good Luck Good Luck শুভেচ্ছা সতত।
278924
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদের এখন এমনই অবস্থা!!
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
222718
ক্ষনিকের যাত্রী লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া। অনেক অনেক শুকরিয়া। Good Luck Good Luck শুভেচ্ছা সতত।
278938
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২২
অনেক পথ বাকি লিখেছেন : সবাইকে সন্তুষ্ট রাখতে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। নিজের মত করে চলুন কে কি বললো সেটা বিবেচ্য বিষয় নয়।
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
222719
ক্ষনিকের যাত্রী লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক শুকরিয়া। Good Luck Good Luck শুভেচ্ছা সতত।
278941
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৩
নিরবে লিখেছেন : ঠিক ঠিক ঠিক কথা
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২০
222720
ক্ষনিকের যাত্রী লিখেছেন : তাই নাকি নিরবেপু? অনেক অনেক শুকরিয়া। Good Luck Good Luck শুভেচ্ছা সতত।
278942
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ Good Luck
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২২
222721
ক্ষনিকের যাত্রী লিখেছেন : আপনার ভালো লেগেছে জেনে ভীষণ আনন্দ অনুভব করলুম। Happy শুভেচ্ছা সতত।Good Luck Good Luck ~:> ~:>
278944
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভাপু, খুব ছুন্দর কবিতা Bee
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
222722
ক্ষনিকের যাত্রী লিখেছেন : এ আইডিটা একজনে ইউজ করে নাকি দুইজনে? :Thinking :Thinking
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
222743
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কোন আইডিটা ভাপু? Broken Heart
২৮ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৭
222778
ক্ষনিকের যাত্রী লিখেছেন : যেটা আপনি ইউজ করছেন। Smug
২৮ অক্টোবর ২০১৪ রাত ১১:২৬
222821
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কেনু? At Wits' End At Wits' End Time Out Time Out এখনও পর্যন্ত একজনই ইউজ করি Worried Worried তবে আমার উনি চলে আসলে দুইজন মিলেই এই আইডিটা ইউজ করবো Love Struck Love Struck Love Struck @যাত্রী ভাপু
২৮ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৩
222824
ক্ষনিকের যাত্রী লিখেছেন : দুই বার দু'রকম মন্তব্য করেছেন তো তাই বলেছি। Happy
২৮ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৪
222841
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ইচ্ছে করেই ওমনটি করেছিলুম। কারন ভাইয়ামণি আপুটাকে একটু জ্বালাতে ইচ্ছে করছিলো Love Struck Love Struck তাই Tongue Tongue @যাত্রী ভাপু
২৯ অক্টোবর ২০১৪ রাত ১১:০৭
223177
ক্ষনিকের যাত্রী লিখেছেন : আচ্ছা? phbbbbt phbbbbt Frustrated Frustrated
১০
279036
২৮ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : সুন্দর Rose
২৮ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৯
222779
ক্ষনিকের যাত্রী লিখেছেন : অনেক অনেক শুকরিয়া আপুমনি। Good Luck Good Luck শুভেচ্ছা সতত। Rose Rose Rose
১১
279132
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৩:০৩
শেখের পোলা লিখেছেন : নানা মুণীর নানা মত৷ ধন্যবাদ৷
২৯ অক্টোবর ২০১৪ রাত ১১:০৬
223176
ক্ষনিকের যাত্রী লিখেছেন : অনেক অনেক শুকরিয়া । Good Luck Good Luck Good Luck শুভেচ্ছা সতত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File