সবাইকে সন্তুষ্ট রাখা বড় দায়
লিখেছেন লিখেছেন ক্ষনিকের যাত্রী ২৮ অক্টোবর, ২০১৪, ১২:২০:৪৬ দুপুর
জনৈক ব্যাক্তি সঙ্গে নিয়ে তাহার পুত্র
যাচ্ছিলো হাটে কিনিতে জিনিস-পত্র।
পিতা হয়েছে আরোহন গাধার পিঠে পুত্র চলিলো হেঁটে
এক দল লোক দেখিতে পেলো কিছুদুর পাড়ি দিয়ে।
তাহারা বলিলো, এ কেমন পিতা হৃদয়হীন তুমি
পুত্রকে হাটিতে দিয়ে হয়েছ গাধার পিঠে আরোহী।
তা শুনে পিতা গাধার পিঠ থেকে নেমে পড়িল
তাতে পুত্রকে বসিয়ে সামনে চলিতে লাগিলো।
কিছুদুর পথ অতিক্রম করে দেখিল একদল নারী
বলিতে লাগিলো, কান্ডটা দেখ কি?
পিতা চলিলো পায়ে হেঁটে পুত্র হল সওয়ারী।
তা শুনে পিতাও করিলো গাধার পিঠে আরোহণ
আরো কিছু পথ পাড়ি দিল চলিলো খানিক্ষণ।
অতঃপর হইল মধ্যাহ্নতপন
চারিদিকে সূর্যের তাপ প্রখরতম।
গরমের তাপে গাধাটি চলছিলো ধীর লয়ে
পিতা-পুত্রের ভারে পড়ছিলো নুয়ে।
বাজারের কাছাকাছি আরো একদল লোক
গাধার অবস্থা দেখে বলিতে লাগিল খুব,
ছোট একটি জন্তুর উপর কিভাবে চড়িলে দুজন
দেখিতে পারছনা বেশী হয়েছে তোমাদের ওজন।
তা দেখে পিতা কহিল পুত্রকে,
চল দুজনেই হেঁটে চলি
সব চেয়ে এটাই ভালো হবে মনে করি,
লোকেরাও আর করবেনা বলাবলি।
যখন তারা হাটে পৌঁছে গেল
দেখে সবাই অর্ট্টহাসিতে ফেটে পড়িল ।
সবাই বলিতে লাগিল, কেমন মানুষ দেখ ?
সঙ্গে গাধা থাকিতেও হেঁটে বাজারে আসিল।
অতঃপর সে পারিল বুঝিতে
সবাইকে পারা যায় না সন্তুষ্ট রাখিতে
সকলের কথায় কর্ণপাত পারিবেনা করিতে।
সে সবার কথায় নিজেকে করিল পরিবর্তন
পক্ষান্তরে পরিতৃপ্ত হইলো না কোন জন।
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন