লোভ ও হিংসার আগুন
লিখেছেন লিখেছেন ক্ষনিকের যাত্রী ২৩ অক্টোবর, ২০১৪, ০৪:৪১:৫২ বিকাল
মাংসের টুকরো মুখে নিয়ে একটি কুকুর
অতিক্রম করে যাচ্ছিলো একটি পুকুর,
চমকাচ্ছিলো স্বচ্ছ পানি আয়নার মতো
তাতেই দৃষ্টি পড়ে কুকুর হলো বিব্রত,
নিজের অবিকল নিজেই দেখে হলো হতভম্ব
মনে ধরে নেয় এ যে তারই প্রতিদ্বন্ধ,
মুখে টুকরোটি চিবে ধরে গোঙরাচ্ছিলো
তার প্রতিচ্ছায়াটিও অনুরুপ করছিলো,
লোভ ও হিংসায় জ্বলে অধীর হয়ে উঠলো
তৎক্ষণাৎ তার উপর হামলার চিন্তা আসলো,
যেমনি হামলা করতে ঘেউ ঘেউ করলো
অমনি মুখের টুকরোটিও ফসকে পড়লো,
সেটা না ছিলো কুকুর না মাংসের টুকরো
সেতো ছিলো মাত্র নিজেরই প্রতিচ্ছবি শুধু,
অন্যেরটা দেখে হিংসার আগুনে জ্বললো
তাতেই নিজের সব হারালো,
লোভ হিংসা করবে এমনই যত
সে আগুনে জ্বালবে নিজেকেই তত।
বিষয়: বিবিধ
১৪৭৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইর।
খুবি সুন্দর শিক্ষনীয় বিষয় ফুটিয়ে তুলেছেন ছন্দে ছন্দে। থ্যাঙক্স এ্যা লট আপাভাই।
আপনি যেভাবে আপুভাই ডাকছেন অন্যরা কি বুঝবেন আল্লাহই মালুম। :
মন্তব্য করতে লগইন করুন