রঙ্গীন প্রজাপতি
লিখেছেন লিখেছেন ক্ষনিকের যাত্রী ২৩ অক্টোবর, ২০১৪, ১২:১২:৫৩ রাত
রঙ বেরঙয়ের প্রজাপতি
করে এদিক সেদিক উড়া উড়ী,
বাহারী রঙয়ের ফুলের রেনুতে
করতে থাকে ছুটোছুটি।
লাল নীল সবুজ হলুদ
সাদা কালো বা সোনালী
সবুজ পাতায় ঘুরে ঘুরে
দিতে থাকে গড়াগড়ী।
কোমল ফুলের রস টেনে
সকল ফুলের সুবাস নেয়
মিষ্টি মিষ্টি গান শুনিয়ে
সবার মনে আনন্দ দেয়।
রঙ্গীন প্রজাপতি সব
বাগিচায় করে বিচরণ
অপলক চেয়ে থাকি
খোদার এ নিদর্শন।
কত যে সুন্দর তোমার সৃষ্টি
হে মহা মহীম রহীম রহমান।
বিষয়: বিবিধ
১৬১৭ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু আমি কখনও প্রজাপতির মিষ্টি গাণ কিংবা টক গাণ শুনিনি আপনি কি সত্যিই প্রজাপতির গাণ শুনেছেন?
তাই নাকি তো বলতে থাতেন। তিন্তু নামেল ভুল দেন না হয়।
প্লজাপতিল গাণ থুনা দন্য আমাল খুব ইচ্ছে কর্তেথে ...... তিন্তু 'মন' কয় পাবো আমি? মন কয় থাকে? @যাত্রী ভাপু
জাজাকাল্লাহু খাইর।
[/url] ...... এখন কিন্তু বউ এর জ্বালায় নাকি অতিষ্ঠ হয়ে ব্লগিং ছেড়ে দিছে কিন্তু চুরি করে করে ব্লগ পড়ে @নিরবেপু
জাজাকাল্লাহু খাইর।
হে মহা মহীম রহীম রহমান।
ছবি দিয়ে আরো নান্দনিক করেছেন। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন