সবাইকে আমার ব্লগে স্বাগতম
লিখেছেন লিখেছেন ক্ষনিকের যাত্রী ১৯ অক্টোবর, ২০১৪, ০৪:২১:০৩ বিকাল
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু!
টুডে ব্লগের সকল ব্লগার ও ভিজিটরকে আমার ব্লগে স্বাগতম।
আমি এক অজ্ঞ ব্লগার। তাই ব্লগে আপনাদের মতো জ্ঞানী ব্লগারদের সহচর্যে থেকে জ্ঞান আহরণ করতে চাই। শিখতে চাই নতুন নতুন বিষয় নিয়ে যা আমার অজানা। সবাইকে ধন্যবাদ।
টুডে ব্লগের ব্লগ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ব্লগীংয়ের সুবিধা দেয়ার জন্য ।
বিষয়: বিবিধ
১৬১৭ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বাগতম টুডে ব্লগে।
আপনি আমার পোস্টে ১ম মন্তব্যকারী। তাই এই ফুল আপনার জন্য;
সুইট সুইট নাইস নাইস ফুলগুলোকে এভাবে অনাদরে ফেলে রেখেছেন।
স্বাগতম আপনাকেও আমাদের ভূবনে।
ব্লগে আপনাকে স্বাগতম!!
আশাকরি আপনার সময় এখানে ভালো কাটবে। আপনার থেকে অনেক কিছু জানতে, শিখতে এবং উপভোগ করতে পারব।
আপনার আগমন শুভ হোক।
আপনার জন্য ফুলেলে শুভেছা রইলো ...
আপপনাকেও আমার ব্লগে ফুলেল শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
শুভেচ্ছা স্বাগতম টুডে ব্লগে।
ঝলমলে ফুলের জন্য শুকরিয়া।
আপনার বাড়ি সাজাতে আমরা সাহায্য করব ইনশাআল্লাহ।
আপনার বাড়িতে অবশ্য আসবো ইনশাআল্লাহ। আপনাদের থেকে শিখতে জানতে এসেছি ব্লগে। দোআ করবেন। জাযাকাল্লাহু খাইরান।
আপনি অজ্ঞ না বিজ্ঞ সেটা তো আমরা এখনো বুঝতে পারছি না। লিখতে থাকুন ইনশাআল্লাহ বিজ্ঞ হয়ে উঠবেন।
আপনাদের মতো বিজ্ঞদের সাথে থাকলে কিছুতো জানবো, ইনশাআল্লাহ।
স্বাগতম আপনাকে।
শুভ্র, স্নিগ্ধ মনকাড়া সুন্দর ফুলগুলো অনেক ভালো লাগলো।
মোস্ট ওয়েলকাম আপনাকে.......
রইলো.।
এই নেন, আপনার জন্য....
মন্তব্য করতে লগইন করুন