ছোট্ট একটি সত্য ঘটনা
লিখেছেন লিখেছেন মুহাম্মাদ মিজান ১৮ অক্টোবর, ২০১৪, ০৮:২০:৫২ সকাল
এক বার এক সাহাবী রাসুলুল্লাহর সাঃ কাছে এসে বল্লেন ইয়া রাসুলুল্লাহ আমার পেট খারাপ হয়েছে তো আমি কি করবো।
রাসুলুল্লাহ সাঃ বল্লেন মধু খাও,তিনি মধু খাইলেন,পেট ব্যাথা বেড়ে গেলো।
তিনি এসে বল্লেন ইয়া রাসুলুল্লাহ ব্যাথাতো বেড়ে গেলো।
রাসুলুল্লাহ সাঃ বল্লেন আবার খাও,তিনি আবার খাইলেন ব্যাথা আরো বেড়ে গেলো।
বল্লেন ইয়া রাসুলুল্লাহ এবার আরো বেড়ে গেছে।কি করবো।
রাসুলুল্লাহ সাঃ বল্লেন আবারও মধু খাও,তিনি তৃতীয় বার মধু খাইলেন,এবারও কোনো কাজ হলো না।বরং ব্যাথাটা আরো বেড়ে গেলো।
রাসুলুল্লাহ সাঃ বল্লেন আল্লাহর কিতাব বলছে মধু হলইলো "শিফা" মানে রোগের প্রতিষেধক। অবশ্যই আল্লহর কিতাব সত্য।
এই কথা শুনে সাহাবী আবার মধু খাইলেন।দেখা গেলো চতুর্থ বার খাওয়ার পরে তার পেট ব্যাথা একদম ভালো হয়ে গেছে।
সুবাহানাল্লাহ।
বিষয়: বিবিধ
১০৫০ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
এটা কোন কিতাবে আছে??
ধন্যবাদ আপনাকে ।
মন্তব্য করতে লগইন করুন