শেখ সমাচার

লিখেছেন লিখেছেন মুহাম্মাদ মিজান ১৪ অক্টোবর, ২০১৪, ০৮:৪১:৩৭ সকাল

আপনারা অনেকে হয়তো শেখ শব্দটার সাথে পরিচিত না সে কারনে এর মাহত্বও বুঝেন না।

আসলে শেখ শব্দটা আরী শব্দ শায়েখের সংক্ষেপণ।

আরবদেশ থেকে এই উপমহাদেশে ইসলাম প্রচারে আসা শায়েখেরা এখানে এসে বংশ বিস্তার করেছেন।আর তাদের পরপুরুষরা আজ সংক্ষেপে শেখ নামে পরিচিত।

হযরত শাহ জালাল রহঃ ও শেখ ছিলেন।তাই বিমানবন্দরের নাম জিয়ার নামে হবে কেনো?

সে কি শেখ? না।

আর সেই করনে বংশের টানে বিমানবন্দরের নাম সংশোধন করা জরুরী ছিলো।চৌদ্দ শত কোটি কেনো চৌদ্দ হাজার কোটি টাকা ব্যায় হলেও এই নেকির কাজটা করা ফরজ ছিলো।এটা মুক্তিযুদ্ধের চেতনা ও বটে।

একাজটা করে বাংলাদেশের অন্যতম তাহাজ্জুদী জাতিকে বিরাট গোনাহের কাজ থেকে মুক্তি দিয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ।

এই শেখরা এদেশে না আসলে তোমরা ইসলামের চেহারা দেখতে পারতে না(?!)

তাই আজও এদেশে ইসলাম রক্ষার একমাত্র সোল এজেন্ট তারাই।

তোমরা যারা অ শেখ তারা ইসলামের কি বুঝো মিঞাঁ? তারা কপালে সিঁদুর লাগালেও তারাই খাটি ওলি আল্লাহ।

খবরদার খবরদার তাদের সাথে যেনো কোনো ব্যাদ্দবী না হয়।

তেনারা যদি বলেন যে "লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন" এটা বোখারী শরিফে আছে।তাইলে তোমরা তাই মেনে নিয়ে বলবা জী হুজুর জি হুজুর।

বর্তমানের এই শেখদের কেরামতীতেই মা দূর্গা ল্যাংটা হইয়া গজে চইড়া তোমাদেরকে ফসলে ভরাইয়া দেয়।ট্যার তো পাও না।তোমরা যারা ইসলামকে শেখদের চেয়ে দুই লাইন বেশি বুঝতে চাও।আইন আইতাছে ঠ্যাং ভাইঙ্গা হাতে ধরাইয়া দেওয়া হইবো।

মূল্যবান মালের চাহিদা বেশি।

এই দেশে শেখ আর মুক্তিযুদ্ধ দুইটাই অতীব মূল্যবান।একাত্তর পরিবর্তি প্রজন্ম যাতে এই মহা মূল্যবান জিনিস থেকে বঞ্চিত না হয় সেকারনে দ্বিতীয় বার মুক্তিযুদ্ধ মঞ্চায়ন করা হয়েছে।

তারপরেও যারা মাহরুম রয়েছো তারা সেই অটো মেশিনে ঢুকে যেতে পারো যার এক পাশ দিয়ে রাজাকার ঢুকলে অন্য পাশ দিয়ে মুক্তি যোদ্ধা হয়ে বের হয়।

আর শেখ নামটার ব্যাপক চাহিদার কারনে এখানেও অনেকে গোলে মালে চান্সে ঢুকে পড়েছে।যেমন দেবদাস চক্রবর্তী খুব কায়দায় শেখ হয়ে গেছে।যাক তারপরেও মাশাল্লাহ একজন হিন্দু তো অন্তত মুসলমান হয়েছিলো। দেখেন না বর্তমানে রংপুরের আটিস্টিকরাও শেখ হওয়ার জন্য নানা কে দাদা বলে।

যাক শেখ সম্বন্ধে মাগনা অনেক জ্ঞান দিলাম।তবে বিশেষ দ্রষ্টব্য এই যে,আমি কি শেখ কি না এই কথা জিজ্ঞাস করলে কিন্তু খবর আছে।

বিষয়: বিবিধ

১১২০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274186
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৪৪
শেখের পোলা লিখেছেন : কি জ্বালা বলেনতো, এখন দেখি বাপ দাদার পদবীটা বদল করতেই হয়৷ না ভাই, আমি কিন্তু কাঁটা ডাঙ্গার শেখ, টুঙ্গীপাড়ারও না দেবদাসের গুষ্টিও না৷
274190
১৪ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৪
মুহাম্মাদ মিজান লিখেছেন : মাইনষেরা শেখ হইতে চায় আর আপনি ছরম পান তাইলে ক্যামনে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File