কাবা এবং শহীদ মিনার.......................
লিখেছেন লিখেছেন বন্যা ইসলাম ১৪ অক্টোবর, ২০১৪, ০৪:৫০:০৫ রাত
কাবা এবং শহীদ মিনার এ দুটোই ইট পাথর চুন সুরকি সিমেন্ট দিয়ে দক্ষ কারিগর দ্বারা নির্মিত পুরকৌশলগত ভিন্ন দুটি স্থাপনা(Civil Engineering Structures )।
১। কাবাঘর- ঐতিহাসিক ভাবে কাবাঘর ইসলাম ধর্ম বিশ্বাসীদের জন্য পবিত্র তীর্থ স্থান। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মুসলিমরা ধর্মীয় পালা পর্বনে এই স্থাপনাটির সামনে হাজির হয়ে তাদের ধর্মীয় রিচ্যুয়ালের আনুষ্ঠানিকতা পালন করেন।
২। শহীদ মিনার- ঐতিহাসিক ভাবে বাঙালি জাতির ভাষা সংস্কৃতি, স্বাধিকার স্বাধীনতা রক্ষায় জীবন উৎসর্গ করা জাতীয় বীরদের স্মরনে তৈরি পবিত্র স্মৃতিস্তম্ভ। বাঙালি জাতির অধিকার রক্ষার স্মরনীয় দিন গুলোতে সর্বস্তরের দেশপ্রেমিক মানুষ এখানে সমবেত হয়ে দেশ মাতৃকার সূর্য সন্তানদের প্রতি শ্রাদ্ধা নিবেদন করেন।
বিষয়: বিবিধ
১৩০৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শ্রদ্ধেয় ব্লগার এলিট....!
সত্যি ই বন্যা ইসলামের লেখনী ভাল,তবে মতলব ভালো না মোটেই।
'গ্রামের পথে পথে-লিটুয়ারা-ফুয়াদ'এদের কথা মনে আছে?
এটাও তাদের'নিক'।
'বন্যা ইসলাম'এর মন্তব্য গুলো দেখে নিয়েন একবার।
যাক, যেহেতু আপনি দুটো জিনিষের মাঝে শুধুমাত্র পুরকৌশল তথা (Civil Engineering Structures ) নিয়ে লিখেছেন আমিও সেটা নিয়েই মন্তব্য করব। এখানে ধর্মীয় কোন কথা বলব না।
দুটো জিনিষ এক নয়, লক্ষ্য ও উদ্দেশ্যও এক ছিলনা।
- শহীদ মিনার বানাতে সরকার টাকা দিয়েছে
- কাবা ঘর বানাতে মানুষ টাকা দিয়েছ
- শহীদ মিনার রাষ্ট্রিয় পৃষ্টপোষকতায় সৃষ্টি হয়েছে
- কাবা মানুষের আন্তরিক প্রচেষ্ঠায় তৈরী হয়েছে
- শহীদ মিনারে মৃত শহীদের স্মরনে যেতে হয়
- কাবায় জিবীতরা লক্ষবার শহীদ হবার যোগ্যতা পায়
- শহীদ মিনারে ৫০ হাজার মানুষ দাড়াতে পারেনা
- কাবায় ৫০ লাখ মানুষ যে কোন সময় দাড়াতে পারে
- শহীদ মিনারে পানি কিনে পান করতে হয়
- কাবায় কোটি মানুষকেও ফ্রি পানি পান করানো যায়
- শহীদ মিনারে অভদ্র ব্যক্তিরা শুয়ে বসে থাকতে পারে
- কাবায অভদ্র মানুষেরা ভদ্র হবার শিক্ষা নিয়ে আসে
- শহীদ মিনার কে কেউ চুম্বন করেনা, কদাচিত মলমুত্র দেখা যায়।
- কাবার প্রতিটি ইট মানুষের চুম্বনে আসক্ত আর পবিত্র
- শহীদ মিনারে প্রধানমন্ত্রীর নিরাপত্তা জন্য অন্যেদর বাম্বু পেটা করা হয়
- কাবায় সকল প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট ফকির মিসকিন এক ধরনের কাপড়ে এক কাতারে কান্না করে।
- শহীদ মিনার দেশের আনাকো কোনাচে হতে পারে
- কাবা শুধু মানুষের অন্তরে তৈরী হতে পারে
- শহীদ মিনার তৈরী হয়েছে পোড়া মাটি দিয়ে
- কাবা তৈরী হয়েছে জীবন্ত পাথর দিয়ে, যে সব পাথরের বয়স হয়েছে মানুব সভ্যতার বয়সের চেয়ে বেশী।
আরো বহু উদাহরণ দেওয়া যাবে,
মূলত কান্ডজ্ঞানহীন মানুষ মূল্যবান জিনিষের সাথে গুরত্বহীন জিনিষকে তুলনা করে থাকে। কেননা তার জ্ঞানে রেল রাস্তার পাথর রুবী-চুনীর মত মূল্যবান পাথর একই সমান। তার কাছে শুকনো পায়খানার টুকরা আর চা দোকানের পেয়াজির মাঝে কোন তফাত থাকেনা! দুটোই এক জিনিষ মনে করে সে মুখে পুড়ে চিবাতেও পারে.......
শহীদ মিনারে প্রত্যয় দিপ্ত শপথ নিয়ে প্রতিটি আন্দলন সংগ্রামে বাঙালি বিজয়ী হয়েছে। অথচ কাবাঘরে হুমড়ি খেয়ে হাউমাউ, চিৎকার, কান্নাকাটির পরও মুসলিম উম্মার প্রাপ্তি শুন্য। কাবা থেকে মাত্র ৫০০ মাইল দুরে মুসলিমদের আরেক কাবা জেরুজালেম উদ্ধার সম্ভব হয় নি।
আর কিছু না হউক - কলিকাতায় তো জায়গা হবে।
মডু সাহেবকে বলবো - প্লিজ বন্ধ করুন।
মন্তব্য করতে লগইন করুন