একটি ফুল লাল গোলাপ
লিখেছেন লিখেছেন মোঃআয়নাল হক ০৫ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০২:০৪ রাত
আমি ভাই গোলাপ লাল একটি ফুল
আমাকে ছাড়া কিন্তু ভালোবাসাই
ভুল
ফুলের মধ্যে কালো গোলাপ সবচেয়ে
দামী
আমায় নিয়ে করে তবুও প্রেমের
পাগলামী
মোবাইল থেকে শুরু করে চিঠিতে
আছি মিশে
আমার শুভেচ্ছা ছাড়া প্রেম কি করে
আসে
আমায় হাতে নিয়ে প্রাণ ভরে নেয়
গন্ধ
আমার প্রেমে তারা হয়ে যায় অন্ধ
যেখানেই চিঠি লিখ যত দূরে ভাই
আমার শুভেচ্ছা সেখানে থাকা চাই
প্রতিটি বাড়ির আঙিনায় যদি থাকি
আমি
স্বাৃর্থক হবে জীবন সবার প্রেম হবে
দামী
গানের সুরে বইয়ের ভাষায় কবিতায়
আছি ভাই
থাকি যেন হাজার বছর এটাই শুধু চাই
বিষয়: সাহিত্য
১৭১৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন