জমিছে মেদুল মেঘমালা দুই তিন অথবা আরও বেশি দিন দরে
লিখেছেন লিখেছেন মোঃআয়নাল হক ২৮ এপ্রিল, ২০১৫, ১০:১১:৪১ সকাল
্গ
জমিছে মেদুর মেঘমালা । দুই তিন
অথবা আরও বেশি দিন ধরে
দক্ষিণের বিনম্র ঝাঁঝালো বাতাস
জালের মতো টেনে টেনে আনছে
মেঘ ।
সারাদিন প্রচণ্ড ভ্যাপসা গরম,
বাতাসও বন্ধ ; তাপে তাপে
জলকণা--জলীয়বাষ্প
প্রসারিত - দীর্ঘ - দীর্ঘশ্বাস -
সীমাহীন, অসীম ।
স্টেশনের ধুলোবতী পাগলের
মাথার মতন এই ধুলোময় গোলকের
জালে আছে যে যার তাপে ।
স্টেশন, লোকালয় ; রেলগেট
পেরিয়ে তির্যক বালিকাদের
চোখ - মেঘলা মহুয়া - আগুন আগুন -
কৃষ্ণচূড়ায় ;
মায়েদের মুখে টেনে দেওয়া
আতঙ্কের আঁচল ।
সিঁড়িপথে মাকড়সা বুনছে জাল,
বুনে যাচ্ছে ক্রমশ - মেঘে মেঘে -
বৃষ্টির সম্ভাবনায় - আটকে পড়া
পতঙ্গে - আহার্য ;
আহা, জীবন-যাপন ।
দুই তিন অথবা আরও বেশি দিন ধরে
যারা বসে আছে পৃথিবীর তাপে
তাপে,
ট্রেনে ঝাকুনির গতিময় দূরে -
শেষরাতে বৃষ্টির অপেক্ষায় ; যারা
জেনেছে ,
ঝড়-বৃষ্টি কিম্বা সে সব প্লাবনের
গল্প -- নূহের নৌকা -- জোড়ায়
জোড়ায় প্রাণীসকল -- প্লাবন প্লাবন
;
প্লাবনের শেষে ছড়িয়ে ছিটিয়ে
জগতময় সিঁড়িপথে মাকড়সার জালে
পতঙ্গের আজন্ম আতঙ্কে...
এমন এক মাকড়সার জালের ছবি
আঁকতে আঁকতে আমার সমস্ত আষাঢ়ের
দুপুর।
বিষয়: সাহিত্য
১২৩২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পেরিয়ে তির্যক বালিকাদের
চোখ - মেঘলা মহুয়া - আগুন আগুন -
কৃষ্ণচূড়ায় ;
মায়েদের মুখে টেনে দেওয়া
আতঙ্কের আঁচল ।
বাস্তব জীবনের জলছবি এঁকেছেন কবিতার শব্দে শব্দে! শুকরিয়া!
মন্তব্য করতে লগইন করুন