অনেক দিন পরে এলাম।
লিখেছেন লিখেছেন মিয়াজী সাহেব ২৬ জুন, ২০১৫, ০৩:৪১:৫০ দুপুর
সময়ের সাথে তাল মিলিয়ে চলছে জীবন আমরা তাতে অভিযাত্রী।দীর্ঘ সাত মাস পর ব্লগে আগমন।কেমন আছেন সম্মানিত ব্লগার বৃন্দ?কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছি আমরা হারিয়ে যাচ্ছে আমাদের সময়! কত না বিনা কাজে কেটে যাচ্ছে আমাদের সময় তাই ভাবলাম একবার ব্লগ থেকে ঘুরে আসি।একসময় আমি থাকবোনা থাকবে আমার কোন প্রতিচ্ছবি কিন্তু থেকে যাবে আমার এই স্মৃতি চিহ্ন হয়তো বা আমার বাক্যালাপ।আর এভাবেই মানুষ বেঁচে থাকে চিরদিন।তবে আমার জন্য নয় কোন অস্মির জ্যোতি চিহ্ন নয় মোমবাতির প্রদীপ শিখা নয় কোন ভুলে ভরা গান।তোমাদের মাঝে বেঁচে থাকাটা আমার কোন অপরাধ নয় কিন্তু নিষ্ঠুর সময় আমাকে তা হতে দেয় না। তাই মাঝে মাঝে গান গাই আগে কি সন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর...........।
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন