@ (বিন্দু) একজন রেডিও জকির গল্প @
লিখেছেন লিখেছেন আর জে তৌহিদ ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৪৬:১৩ রাত
আজ অনেক আয়োজন করেই লিখতে বসেছি ।
কিন্তু কাগজ আর কলম এর ঘর্ষণে, কোন কিছুর বর্ষণ হবার সম্ভাবনা নেই তা বেশ বুঝতে পারছি ।
নিরাশা মানুষ কে অন্ধকারের অসীম সমুদ্রে নিষ্ঠুরতায় ফেলে দেয়।
মানোষিক প্রশান্তি,নিরাশার জটিলতার জালটি ছিড়ে চিরোপ্রশান্তির রূপ নেয়।
চিরোপ্রশান্তি আমার কামন জানি ঘোর ঘর লাগে।............!!!!
কাগজ কলম ছুড়ে ফেলতে ইচ্ছে করছে,চেষ্টা করেও যখন করতে পারছি না ,
কাগজ তি মূল্যহীন হয়ে পড়ে চেয়ে দেখছি, মেনে নিতেই কষ্ট হচ্ছে.........।।
মনের সুপ্ত বাসনা পুরণে ২০০৮ এ ঢাকাতে আসা, স্বপ্ন ছিলো রেডিও জকি হব,
শতআশা ও চেষ্টাতে ভেঙে পড়া হৃদয়ে বাসনা কে বাক্স বন্দী করে রাখলাম।
মনের পাহাড় সমান কষ্টকে একেঁ দিতে ইচ্ছে করছে মেহেদী আল্পনায় ।
বিন্দুর আশার আলো তে স্বপ্নকে ছুঁয়ে দিলাম , হয়ে ও গেলাম রেডিও জকি ।
৬টা বছর তোমার ভালোবাসাতে ,তোমার চেষ্টাই আজ স্বপ্ন কে ছুঁয়ে দেখেছি।
তুমি নেই স্বপ্ন আছে,............।
শুভ কামনা সেই রঙ্গীণ রাঙা হাত দুটোকে,যার ছোঁয়াতে আজ ও স্বপ্নকে মুঠো বন্দি করতে পেরেছি,
ভালো থাক, মধুময় হয়ে থাক, মেহেদী আল্পনায় রাঙা হয়ে থাক তোমার ভালোবাসার হাত দুটো.........।।
RJ.TOUHID
বিষয়: বিবিধ
১১০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন