F2 ও F1 ভিসার বিষয়ে একটু জানতে চাই।

লিখেছেন লিখেছেন নীলআকাশ ০৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:২৯:১২ রাত

আমার ওয়াইফ গত জানুয়ারীতে F2 ভিসার জন্যে বাংলাদেশে আমেরিকান Embassy তে আবেদন করে। কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে Additional Adminstrative Processing এ পরে। এখন পর্যন্ত তার স্টেটাস Additional Adminstrative Processing দেখাচ্ছে। ইতিমধ্যে সে GRE , TOEFL দিয়েছে। এখন যদি তার PhD তে Admission Funding হয়, তবে কি Additional Adminstrative Processing থাকা অবস্থায় F1 ভিসার জন্যে আবেদন করতে পারবে? যদি আপনার জানা থাকে, প্লিজ জানালে উপকৃত হবো।

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File