দুর থেকে নুহাস পল্লী
লিখেছেন লিখেছেন আনোয়ার বিন কাশেম ২৫ অক্টোবর, ২০১৪, ০৫:১১:৪০ বিকাল
ভেবছিলাম বহুল আলোচিত নুহাস পল্লী দেখতে যাব, দিনক্ষনও ঠিক হয়েছিল আগামী মঙ্গলবার । কিন্তু এরই মধ্যে আগের শুক্রবার আমার এক নিকটাত্বীয় নুহাস পল্লী ঘুরে এসে সেই যায়গার ছবি এবং দূশ্যগুলো আমাকে দেখালেন ঐ ছবিগুলো দেখে আমার সেখানে যাওয়ার সখ মিটে গেল ।
আমি চিন্তা করলাম আল্লাহ তায়ালা অনেককেই ভালো জ্ঞান দিয়েছেন কিন্তু জ্ঞান সে কোন কাজে ব্যয় করেছে তার হিসাব তাকে দিতে হবে । হুমায়ুন আহমেদ যদি তার জ্ঞানকে ইসলামের কাজে খাটাতেন মুসলমালদের কতইনা উপকার হত এবং তারও পরকালে নাজাতের উচিলা হত ।
বিষয়: বিবিধ
৯৪৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তার এই নগ্ন প্রতিভা কে সাধুবাদ জানানোর মত আমাদের দেশে লোকের অভাব হয়না।
হায় আফসোস!!
এই জাতির ভাগ্য কি এমনিতেই পরিবর্তন হবে?
গুনি লোকের কদর হয়না।
আল্লাহ আমাদের বোধ শক্তি দান করুন। আমীন।
মন্তব্য করতে লগইন করুন