ছোট কথা
লিখেছেন লিখেছেন মাহাভূব আল হাসান ১৮ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৫৩:৪৮ রাত
আমার এ প্রিয় দেশ ও এদেশের মানুষদের নিয়ে আমার অনেক কথা বলার ছিলো । কিন্তু মৃত্যুর আগে তা আর হয়ে উঠলো না । হে আমার প্রিয় জম্ম ভূমি প্রিয় বাংলাদেশ আমাকে তুমি ক্ষমা করে দিও। না পারা দিনগুলো শেষের দিকে আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিল । শুধু মনে হয় এইত বুঝি চলে যাব এ মায়ার জাল ছিরে ।জড়িয়ে থাকা মহময় মায়ামমতা কিছু কথাকপন ছাড়া কি বা আর হবে বল সংঙ্গি ।
সে মায়া সমপনা পূবালী মিষ্টি বাতাশ এখন গায়ে জড়িয়ে আছে । কত নির্ভুধ শীতল রাত জড়িয় আছে ঘায়ের গন্ধ মাখা চাদঁরে ।রাত্রি বেলা এক গুচ্ছ চাঁদের আলো দেখার প্রয়াসে
বসে থাকি এখন দিঘীর পারে। দুংখ ভরা মন নিয়ে শুভ কামনা জানাই এই নতুন দিগন্তকে। পথ হারা পথিকের মত ছুটে বেড়াই অচেনা পথে ।তুমি গেছ চলে জানি আসবে না ফিরে তবু আমি পথ চেয়ে বসে থাকি তোমার অপেক্ষাতে । এখন মাঝ রাতে ঘুমের ঘরে মাঝে মাঝে স্বপন দেখি উড়ছি আকাশে তোমায় নিয়ে সোনাঁর পংঙ্খী রাজে
বিষয়: বিবিধ
১৩১৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুধু ঘুমের মাঝে স্বপ্নে নয় বাস্তবিকই সুখের অথৈ সাগরে ভেসে থাকুন এই শুভ কামনা আমার......।
মন্তব্য করতে লগইন করুন