নেতানিয়াহুর দাবি ইসরাইল বিজয়ী

লিখেছেন লিখেছেন আমিতুমিসে ২৮ আগস্ট, ২০১৪, ০৬:২০:৩৬ সন্ধ্যা

গাজায় সদ্য সমাপ্ত সাত সপ্তাহব্যাপী সংঘর্ষে ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন যে তারা বিজয়ী হয়েছেন। কিন্তু ফিলিস্তিনের ইসলাম পন্থী সংগঠন হামাস বলছেন অন্য কথা, হামাসের দাবি তারাই এ সংঘর্ষে জয়ী হয়েছে। আর এ কারনে ইসলাম পন্থী সংগঠনটি রাস্তায় আনন্দ মিছিল করছে বলে দাবি করেন।

এদিকে নেতানিয়াহু বলেন, হামাসের কোন দাবি না মেনে তাদেরকে প্রচণ্ড রকম আঘাত করা হয়েছে এবং ইসরাইল এ যুদ্ধে বিজয় লাভ করেছে।

সংঘর্ষে ফিলিস্তিনের ইসলাম পন্থী সংগঠন হামাসকে প্রচন্ড রকম আঘাত দেয়া হয়েছে এবং তাদের কোন দাবিই মেনে নেয়া হয়নি।

গত মঙ্গলবার সাত সপ্তাহব্যাপী যুদ্ধের পর ইসরায়েল ও হামাস দীর্ঘমেয়াদী যুদ্ধ বিরতীতে সম্মত হয়েছে। জানা যায়, এখন পর্যন্ত এ যুদ্ধে প্রায় ২২০০ এর বেশি সাধারন মানুষ নিহত হয়েছে। যার অধিকাংশই ফিলিস্তিনি।

-

বিষয়: আন্তর্জাতিক

১০৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275438
১৮ অক্টোবর ২০১৪ রাত ১২:১৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
২৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৬
222812
আমিতুমিসে লিখেছেন : ওয়া আলআইকুমুস সালাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File