নকলের ফাঁদ

লিখেছেন লিখেছেন আবু সাহেদ সরকার ২৪ ডিসেম্বর, ২০১৪, ১০:২২:৫৫ সকাল

চাঁপাবাজের ধমক খেয়ে

করলে শাসন বন্ধ,

ফাঁস করলে প্রশ্নসকল

ভাবলেনা ভালো-মন্দ।

পরিস্থিতির শিকার হয়ে

হাতে নিলে মুক্তির স্বাদ,

রক্ষা পেলোনা দেশ থেকে

নকলের মত অপরাধ।

জাতির চিন্তা থাকলে তোমার

হাতে নিতে না নকল,

ঠেলে দিতে না হুমকির মুখে

ঢেলে দিতে না পেট্রোল।

সন্তানকে তুমি শিক্ষা ছাড়া

হাতে দিয়েছো ভাগ্য,

চিন্তা কভু করলে না তুমি

নিজেই সাজলে অজ্ঞ।

*****************************

আবু সাহেদ সরকার

সাধারণ সম্পাদক,

পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।

বিষয়: সাহিত্য

১১৫০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296856
২৪ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:২৮
হতভাগা লিখেছেন : অসাম হয়েছে । আপনাকে পল্লী কবি উপাধি দেওয়া হোক।
296914
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৬
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck
২৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২৯
240474
আবু সাহেদ সরকার লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ কবি বন্ধু।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File