প্রিয় মডারেটর, প্লিজ ঘুম ভাঙ্গুন

লিখেছেন লিখেছেন আমজনতার কথা ১১ নভেম্বর, ২০১৪, ১০:০৩:০০ সকাল

প্রিয় মডারেটর এর দৃষ্টি আকর্ষণ করছি। ব্লগ এর একটি লিখিত নীতিমালা রয়েছে। কিন্তু এ নীতিমালাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে প্রতিনিয়ত অশ্লীল, নোংরা ও ধর্মকে বিশেষ করে ইসলাম ধর্মকে আক্রমণ করে যুক্তিহীন মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে নাস্তিক গোষ্ঠী। এরা আদতে নাস্তিক নয়। এরা একটি বিশেষ ধর্মের অনুসারী। নিজেদের সংখ্যালঘু দাবি করে সহানুভূতি আদায় করে আবার ধর্মীয় পরিচয় লুকিয়ে নাস্তিকতার ভান করে পবিত্র ইসলাম ধর্মের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও গাঁজাখুরি গল্পের অবতারণা করে।

মোস্ট অব দ্য নাস্তিকস আর চুপা হিন্দু।

আজও ব্লগের পরিবেশ নষ্টের হীন উদ্দেশ্যে এক নাস্তিক ইসলামকে আক্রমণ করে একটি অত্যন্ত নোংরা ও চরম মিথ্যা, আপত্তিকর পোস্ট দিয়েছে। এদের অতি দ্রুত ব্যান করা হোক।



প্রিয় ব্লগারদের প্রতি অনুরোধ, এ অসভ্যদের ব্লগে কেউ কমেন্ট করবে ন না। কমেন্ট করলে এরা লাই পায়। এদেরকে নিজেদের ব্লগেও ব্যান করে রাখুন। তাহলে এরা পালাতে বাধ্য হবে।


সবাই শ্লোগান তুলুন-

অশ্লীলতা মুক্ত ব্লগ চাই

নাস্তিকদের ব্যান চাই।


বিষয়: বিবিধ

১৩৪১ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283153
১১ নভেম্বর ২০১৪ সকাল ১০:১৬
নাছির আলী লিখেছেন : আপনার সাথে সহমত।
283154
১১ নভেম্বর ২০১৪ সকাল ১০:২১
কাহাফ লিখেছেন :
মডুদের নিয়ে পুর্ণ সংশয় জাগে মনে! তাঁরা কী আসলেই.........?
সম্মানিত ব্লগারদের প্রতি আমারও আহবান- বংশ পরিচয়হীন এই সব জারজদের পোস্টে মন্তব্য করা থেকে বিরত হয়ে উপুর্যপরি রিপোর্ট করুন,ব্লক করুন ওদের কে!
ব্লগের সুস্হ্য সুন্দর পরিবেশ বজায় রাখতে মডুদের সজাগ হওয়ার অনুরোধ করছি!!
Time Out Time Out Time Out
283156
১১ নভেম্বর ২০১৪ সকাল ১০:২৭
বেআক্কেল লিখেছেন : নাছির আলী লিখেছেন : আপনার সাথে সহমত। Crying Crying Crying Crying Crying
283159
১১ নভেম্বর ২০১৪ সকাল ১০:৩৬
জেদ্দাবাসী লিখেছেন : কাহাফ লিখেছেন :মডুদের নিয়ে পুর্ণ সংশয় জাগে মনে! তাঁরা কী আসলেই.........?
283160
১১ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৪
ফখরুল লিখেছেন : মডুরা কি আসলেই জেগে আছে??? মনে হচ্ছে না।
283161
১১ নভেম্বর ২০১৪ সকাল ১০:৫০
হতভাগা লিখেছেন : আমজনতার কথা মডারেটরদের কানে পৌছায় না ।

এরা মডারেটরদেরই খেলোয়ার । উনারাই এদের নামিয়েছেন মাঠ গরম রাখতে ।
১১ নভেম্বর ২০১৪ সকাল ১০:৫৮
226425
ওরিয়ন ১ লিখেছেন : পরকালে ও যেন হতভাগাদের সাথে অন্তর্ভূক্ত না হওয়া লাগে সেইদিকে ও খেয়াল রাইখেন।
১২ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৫
237267
মুসা বিন মোস্তফা লিখেছেন : Happy>- Happy>- Happy>-
283163
১১ নভেম্বর ২০১৪ সকাল ১১:০০
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : অশ্লীলতা মুক্ত ব্লগ চাই
নাস্তিকদের ব্যান চাই।
283166
১১ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৯
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : তবে এটা বেশ ভালো বুঝি, মডুরা জেগে আছে এবং তারা আপনার এই পোষ্টটি দেখেছেও... এইতো কিছুক্ষন আগে ১মডু অার ১মডুকে বলেছে "আরে দোস্ত!কেল্লা-ফতে- দেখো টুডে ব্লগ জইমা গেছে.. হাঃ হাঃ দিছি ক্যাচাল লাগাইয়া.. এখন আমরা সামু ব্লগের থিকা বেশী মাল কামাইতে পারুম। Bee Bee Bee Music
১১ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৪
226439
ফখরুল লিখেছেন : :Thinking
১২ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৬
237268
মুসা বিন মোস্তফা লিখেছেন : Worried Worried
283179
১১ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : অশ্লীলতা মুক্ত ব্লগ চাই
নাস্তিকদের ব্যান চাই।

সহমত
১০
283187
১১ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২২
মামুন লিখেছেন : অশ্লীলতা মুক্ত ব্লগ চাই

নাস্তিকদের ব্যান চাই।
- আমি একটা জিনিস বুঝি না, প্রতিবারেই এই শয়তানের এজেন্টদের বিরুদ্ধে লিখে আমাদের ব্লগারদেরকেই কেন ব্যান করার কথা বলতে হবে? মডারেটর ভাইয়েরা তবে কি করবেন?
১১
283199
১১ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪৪
মোহাম্মদ রিগান লিখেছেন : আপনার কথা শুনে ভাল লাগলো
১২
283203
১১ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫১
আল সাঈদ লিখেছেন : কমেন্টস তো দূরের কথা আমি তো ওদের পোষ্ট এ ক্লিকই করিনা।
১৩
283388
১২ নভেম্বর ২০১৪ রাত ১২:১৭
চিরবিদ্রোহী লিখেছেন : আমার তো মনে হয় প্রশ্রয়টা মডুদের চেয়ে পাঠকরাই বেশি দিচ্ছে।


ছোটবেলায় একটা প্রবাদ শুনতাম, "রাজার হাতি যখন পথ দিয়ে যায়, পাড়ার নেড়িকুত্তাগুলো সবচেয়ে বেশি চিল্লায়। তাতে কি আর হাতির কিছু আসে যায়!" কিন্তু এখানে বিষয়টা উল্টো যেন! মোটামুটি এই ধরনের ব্লগার কে কে তা সবারই জানা। হয়তো গুটি কতেক মানুষ ভিন্ন হতে পারে। এসব জানার পরও এই ধরনের পোস্টে হিট বাড়ে; কমেন্ট বাড়ে। অনেকে বলে থাকেন ওদের যথোপযুক্ত জবাব দেই। যেন এরা যুক্তিবাদি দার্শনিক, যে উপযুক্ত যুক্তি প্রমান পেয়ে ফিরে আসবেন! ওরা যে জেনে বুঝে ইচ্ছাকৃত ভাবেই এগুলো করছে এতটুকু যে না বুঝে তার আসলে ব্লগে আসাই ঠিক না।

গায়ক তখনি গায় যখন শ্রোতা থাকে, পতিতা তখই দেহ উন্মুক্ত করে যখন খদ্দের থাকে। আর এই শ্রেণীর লোকেরা তখই লেখে যখন দেখে তাদের লেখা কোন না কোন ভাবে মানুষ পড়ছে। অথচ অবস্থা বিবেচনায় হিসেব করলে স্পষ্টই বুঝা যাবে, এগুলো পড়া পর্যন্ত একজন মুসলমানের জন্য অনুচিত।

শুধূ মডারেটদের দোষারোপ করলেই হবে না, আমাদের দোষটাও স্বীকার করতে হবে। অবশ্যই মডারেটদের দায়িত্ব আছে, তেমনি আমাদেরও আছে। আমার বিশ্বাস, যদি পর পর ১০ টা পোস্টে রিডিং নাম্বার ২০ এর নিচে চলে আসে, এদের উৎপাত বন্ধ হয়ে যাবে, এ্যাটলিস্ট বহুলাশেং কমে যাবে।
১৪
283393
১২ নভেম্বর ২০১৪ রাত ১২:২৫
অনেক পথ বাকি লিখেছেন : ডোন্ট ডিস্টার্ব হিজ/হার

১৫
293610
১২ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সম্মানিত মডারেটরগণের দৃষ্টি আর্কশন করছি আপনারা সুস্থ ও সুন্দর ব্যবস্থা নিন এবং ব্লগকে নিরাপদ রাখুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File