==============মাথার ওপরে আজ ইহুদী কন্যা===============

লিখেছেন লিখেছেন শান্ত জুবায়ের ১১ সেপ্টেম্বর, ২০১৪, ১২:০৭:০০ দুপুর



গাজায় ইজ্রাইলি বাহিনীর নির্মম হামলার প্রতিবাদে গোটা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আজ রাজ পথে নেমে এসেছে ।এই রাষ্ট্র গুলোর মধ্যে আমুসলিম দেশও রয়েছে ।

কিন্তু কোথাও এই প্রতিবাদ মিছিলে পুলিশি হামলা কিংবা গ্রেফতারের ঘটনা ঘটেনি শুধু মাত্র বাংলাদেশ ছাড়া ।

হায় কি ভাগ্য আমাদের । আমাদের দেশের ৯০ভাগ মানুষ মুসলমান ,আমাদের প্রধান মন্ত্রী নাকি তাহাজ্জুদ নামাজও আদায় করে ।

স্বাধীনতা যুদ্ধে এই ফিলিস্তিন ই আরবদের মধ্যে আমাদের সর্ব প্রথম স্বীকৃতি দিয়েছে । ১৬ কোটি মুসলমানের মাথার ওপরে আজ ইহুদী কন্যা বসে লাটাই ঘূড়াচ্ছে ...

আমরা অসহায়ের মতো শুধু ঘুড়ির দিকে তাকিয়ে আছি। সাহস নিয়ে শক্ত করে জোড়ে একটা হ্যাঁচকা টান দিলেই কিন্তু ঘুড়ি সুতা ছীড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় ।

কিন্তু সুতার জরিতে হাত কেটে যাওয়ার ভয়ে আমরা আজ ভেজা বেড়ালের মত দিন পার করছি । প্রবাহিত রক্ত ছাড়া কোন দিন মজলুমের বীজয় আসেনি ।

আমাদের শহীদদের দেয়া রক্তের জোয়ারেই আজ আমরা এতটুকও শক্তি অর্জন করতে পেরেছি ।

কাঙ্ক্ষিত মঞ্জিলে পোঁছতে হলে প্রয়োজন আরও রক্ত , আরও ত্যাগের চূড়ান্ত নজরানা ।

বিষয়: বিবিধ

৯৮৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263992
১১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪১
আমি মুসাফির লিখেছেন : আমরা মুসলমানরা একতা বদ্ধ নই আর মুসলমান মানেই অনেকে জানেনা তাই তারা মুসলমান ভেবে এই বেশধারী ইহুদী সহযোগীদের সমর্থন দিচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File