একটুও অবাক হইনি ============================
লিখেছেন লিখেছেন শান্ত জুবায়ের ৩১ আগস্ট, ২০১৪, ০২:২৬:৪২ দুপুর
শাহীদ আব্দুল কাদের মোল্লা ভাই এর ফাঁসির দাবীতে প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করে খুব বিকৃত ভঙ্গীতে বক্তব্য দিয়েছিল অভিনেতা এ টি এম শামসুজ্জামান ।
তিভির পর্দায় তার বিকৃত ভঙ্গীতে বক্তব্য দেয়া দেখে খুব কষ্ট পেয়েছিলাম ,চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রুও গড়িয়ে পরেছিল ।
কারো কাছে বলিনি কিন্তু রাব্বুল আলামিন এর চোখ তো আর ফাঁকি দিতে পারিনি ।
আজ অভিনেতা এ টি এম শামসুজ্জামান এর এক ছেলের হত্যা মামলায় অপর ছেলের যাবত জীবন কারা দণ্ডের খবর টি শুনে পুরনো কথাটি মনে পরল ।
আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ধরাটা বড়ই শক্ত ।
বিষয়: বিবিধ
৮৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন