ইসলামী ব্যাংকের উপর অবৈধ সরকারের নোংড়া থাবায় আমাদের কলিজা ফেটে চৌচির হয়ে গেছে । হয়তো ব্যাংকে বিদায় জানানোও হতে পারে !

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১১ জানুয়ারি, ২০১৭, ০৪:৫০:১৬ বিকাল



তিলে তিলে যাকে আদর সোহাগ দিয়ে বড় করেছিলাম , ৯০ দশকে ইসলামী ব্যাংকের গ্রাহক বাড়ানোর জন্য অক্লান্ত চেষ্টা করেছি কাতারের বুকে ।

বর্তমানের ইসলামী ব্যাংক নিশ্চয় অনেকের কাছে ইর্শনিয় বিশেষ করে বামরাম অনুসারী মুরিদদের। আমরা আল্লাহর কাছে দু হাত তুলে অভিষাপ দিব আল্লাহ তোমার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাচাতে অনেক চেষ্টা করেছিলাম আজকে জালিম সরকার আমাদের শেষ দুর্গেও আঘাত দিলো তুমি মাবুদ ঐ জালিমশাহীর কলিজায় তোমার কুদরতি হাতে আঘাত দাও।

ইসলামী ব্যাংকে নিয়োগ প্রক্রিয়ায় আসছে পরিবর্তন

http://www.amadershomoy.biz/unicode/2017/01/11/213247.htm#.WHYJdNR974Y

ইসলামী ব্যাংকে মাত্র ৫৫ মিনিটে ৭৫ জনের প্রমোশন ভাইভা

http://www.rtnn.net/bangla/newsdetail/detail/1/2/166150#.WHYJ89R974Y

অজানা আতঙ্কে ইসলামী ব্যাংকের অভ্যন্তরে অস্বস্তিকর পরিস্থিতি

http://www.rtnn.net/bangla/newsdetail/detail/1/2/166134#.WHYKRdR974Y

বিষয়: বিবিধ

১৩০২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381256
১২ জানুয়ারি ২০১৭ রাত ১২:৪৮
কুয়েত থেকে লিখেছেন : ব্যাংকটি এ বছরও দশ হাজার কোটি টাকা মুনাফা করেছে। মাত্র গতমাসেই ব্যাংকের সদ্য বিদায়ী এম ডি লন্ডন থেকে ব্যাংকের জন্য পুরস্কার নিয়ে ফিরলেন।
সব কিছুই রিপোর্টে লেখা হয়েছে। কি দোষে ব্যাংকটি দখল তা কিন্তু বলা হয় নাই। যাদের প্রভাব মুক্ত করা হল তাদের কোন বক্তব্য পাওয়া যায় নাই আওয়ামী লীগের জন্য দখলের ইতিহাস নূতন নয়। কিন্ত পরিনতি সুখকর নয় অনেক ভালো লাগলো ধন্যবাদ
১২ জানুয়ারি ২০১৭ সকাল ১১:২৫
315354
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কোন দোষ না
জামায়াত শিবির দ্বারা ব্যাংকটি পরিচালিত হচ্ছে সুন্দর ভাবে লাভজনক ভাবে ব্যাংকটি পরিচালিত হচ্ছে
তাই সর্বশেষ জাগায় আঘাত করে আমাদেরকে দামানোর অপচেষ্টা মাত্র
ওরা নিজেদের মতো আমাদেরকে মনে করেছে আমরা কি ওদের মতো চোর ? ইসলামি ব্যাংকের টাকা দিয়ে নাকি জামায়াত চলে Rolling on the Floor Rolling on the Floor তাই !!!
ধন্যবাদ
381261
১২ জানুয়ারি ২০১৭ সকাল ০৯:৪০
আরাফাত হোসাইন লিখেছেন : ব্যাংকটাকে যেকোনভাবে টিকিয়ে রাখাটাই ভাল পদক্ষেপ হবে, ধ্বংস করে কোন লাভ দেখি না,অাল্লাহ চাইলে ভবিষ্যতে দিন বদলাতেও পারে।
১২ জানুয়ারি ২০১৭ সকাল ১১:২১
315353
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এটাকে এখন রক্ষা করতে পারবেন , এককভাবে দলিয় লোক দিয়ে যখন ব্যাংক চালাবে তখন সোনালী ব্যাংক জনতা ব্যাংকের মতো টাকা লোপাট হবে আর আমাদের কষ্টে অর্জিত টাকা মাটি হয়ে যাবে
দিন বদল হলে তখন দরকার মতো প্রতিশোধ অথবা আমাদের ভাইরা চেষ্টা করলে এক দিনের মধ্যেই ব্যাংক হয়ে যাবে
অনেক ধন্যবাদ ভাই জান সহমত প্রকাশ করার জন্য
381266
১২ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:২০
আনিসুর রহমান লিখেছেন : We should trust the bank which one full fill SHREE requirement by their action not by the so called Islamic name. We should consider the present position not their previous position.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File