মিথ্যা দিয়েই ওরা তৈরী করে যতসব গাজাখুরি গল্প !! সরকারের সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের আঁতাতের অভিযোগ ডাহা মিথ্যা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৬ ডিসেম্বর, ২০১৬, ০২:৪৬:৫৩ দুপুর
বোকারাম পাঠাদের মিথ্যা দিয়ে সকাল শুরু করে শোয়ার আগ অবধি মিথ্যা চলতে থাকে।
সেই দলে যেমন আছে হাসিনার দলের লোক তেমনি গজিয়ে উঠা কিছু ভুই ফোর পরগাছা বেদেরা । হাসিনার চারপাশে এখন ওরা নেশাখোরদের মতো ঘুরছে মিথা প্রলবন দিতে এবং বিরোধীদের গায়ে কলুষতা লেপন করতে।
কয়েকটা পত্রিকাতো আদাজল খেয়ে জামায়াতের বিরুদ্ধে লেগেছে । আজকে একটা পত্রিকার কলম সরকারের সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের আঁতাতের অভিযোগ আমার দেশ পত্রিকা দিয়েছে । http://www.amadershomoy.biz/unicode/2016/12/26/208707.htm#.WGDQRdR974Y
ডাহা মিথ্যার ফুলছুড়ি যেটার বিষ ছড়াচ্ছে গুটিকতেক বামরা। ঐ বামদের মধ্যে জীবনেও যারা তাদের দলিয় ব্যানার ব্যাবহার করে একজন মেম্বারও বানাইতে পারেনি তারা আজ হাসিনার সরকারের মন্ত্রি বা সংসদিয় কটিমিতে থেকে সব আজগুবি কথার বুলি আওড়াতে আওড়াচ্ছে
আল্লাহ ওদেরকে হেদায়েত দিন নতুবা ............আমিন
বিষয়: বিবিধ
৯৬৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকেও ধন্যবাদ ভাই জান জাযাকাল্লাহ খায়ের
মন্তব্য করতে লগইন করুন