কওমিদের অহংকার!! আমরা মুক্ত থাকতে চাই। ইংরেজি শিখা হারাম তাদেরই ফতোয়া ছিল তাইতো জাকির নায়েককে নিয়ে চুলকানী !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৯ ডিসেম্বর, ২০১৬, ০৭:৩৫:০৮ সন্ধ্যা



শার্ট পেন্ট ওয়ালারা ইসলামের কথা বললে আপনাদের চোখ কপালে উঠে যায়, শার্ট পেন্ট পড়ে যারা ইসলামের দাওয়াত দেয় তাদেরকে যখন কুরআন হাদিস বলতে বলবে তারা ঠাস ঠাস যখন উত্তর দিয়ে দিবে।

ভাইজান কিছু টুপি,দাড়ি,লম্বা জুব্বা পড়ে এত অহংকার আপনাদের? বাকি যারা আছে কাউকেই মানুষ মনে করেন না, তা আপনারা কোন জান্নাত থেকে পালিয়ে এসেছেন? যে নিজের দলের ছাড়া বাকিদেরকে মুসললান ই মনে হয় না।

তাদের সিলেবাস যখন দেখবে তখন আপনাদের পায়জামা ঢিলা হয়ে যেতে পারে।

পৃথিবীতে এখম পেন্ট শার্ট ওয়ালারাই ইসলামের জন্য জীবন দিয়ে যাচ্ছে, দৃস্টান্ত দেখতে চান !

তুরস্কের প্রেসিডেন্ট এরপদোগানকে চিনেন ?

সাইয়েদ কুতুব ?

আল্লাম ইকবাল ?

হাসান আল বান্না তাদেরকে চিনেন?

প্রেসিডেন্ট মুরসিকে চিনেন?

ব্রিটিশ শাসনের সময় কই ছিলেন, ফতুয়া দিয়েছিলেন ইংলিশ শিখা হারাম ইংরেজদের আন্ডারে চাকরি করা হারাম আর মুসলমানরা না খেয়ে কষ্ট পেয়েছে।

শাপলা চত্বরে পিটা খাইয়া এখন হাসিনার সাথে জোট বেধে শফি সাহেব আবার অহংকার করেন লজ্যা করে না?

সেই রাতে প্রান দেওয়া মানুষের সাথে কিভাবে বেইমানি করল, শফি সাহেব মামলা থেকেও মুক্তি পেয়ে যায় হাটহাজারি মাদ্রাসার নামে জায়গাও পায় কি দারূন,

সাইদি সাহেবকে গালি দেন উনি আপনাদের অভিশাপে জেলে গিয়েছে, আরে আপনাদের কপালে তো জেল নাই কারন বিড়ালকে কেউ ভয় পায় না তাই কেউ বন্দি করে না বাঘ কে সবাই ভয় পায় তাই বন্দি করে রাখে, আমি শিবিরের জামাতের কোন প্রগ্রামে অথাবা শিবিরের জামাতের কাউকে দেখিনি কওমির বিরুদ্ধে খারাপ কিছু বলতে কিন্তু আপনারা?

,এই পোস্ট পড়ে কারু কারু চুলকানি বাড়তে পারে।।

লেখা পড়ে চুলকানি উঠলে বলবেন বিজয় দিবস উপলক্ষে মলম বিতরন করা হবে colected( সংগ্রহিত)

বিষয়: বিবিধ

১৩১৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380792
২০ ডিসেম্বর ২০১৬ সকাল ১১:১৩
380793
২০ ডিসেম্বর ২০১৬ সকাল ১১:৩৫
বিন হারুন লিখেছেন : আপনার উদ্দেশ্য কী? মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করা? আল্লামা আহমদ শফীর বদদোয়ায় আল্লামা সাঈদী সাহেব জেলে গেছেন, এ কথা কে বলেছে? চট্টগ্রামের হাটহাজারী কলেজ মাঠে সাঈদী সাহেব যতবার তাফসীরুল কুরআন মাহফিলে যেতেন ততবার তিনি আল্লামা শফী সাহেবের সাথে দেখা করতেন. তাঁরা দু'জনেই হাস্যজ্জ্বল আলাপ-চারিতা করতেন.
আজ মুসলিম ছদ্মবেশে মুসলিমদের বিভেদ করা লোকের অভাব নেই.
২০ ডিসেম্বর ২০১৬ দুপুর ০২:০৬
315075
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এটাতো ভাই জান কাওমি সংগঠনের ভাইদের উদ্দেশ্য
২০ ডিসেম্বর ২০১৬ দুপুর ০২:২৭
315076
বিন হারুন লিখেছেন : উনাদের উদ্দেশ্য আপনি বাস্তবায়ন করতে যাচ্ছেন কেন? Happy
২০ ডিসেম্বর ২০১৬ দুপুর ০২:৩৬
315077
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : 15401004_172154466591852_2279780441883830389_n.jpg
২০ ডিসেম্বর ২০১৬ দুপুর ০২:৩৭
315078
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন :
২০ ডিসেম্বর ২০১৬ দুপুর ০২:৪৫
315079
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File