ভন্ডপীর এর কেরামতি ! এবং ঝাটার বাড়ী । ভন্ডদের থেকে সাবধান থাকুন( পুরানো গল্পকে নতুনভাবে উথ্থাপন) দুঃখিত

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৯ ডিসেম্বর, ২০১৬, ০৩:০০:২৯ দুপুর



এক ভন্ড পীর এক বাড়িতে দাওয়াত খেতে গেছেন।

গৃহকর্ত্রী খাবার দিবেন " এমন সময় পীর সাহেব !!!

কারামতি দেখানোর জন্য হঠাৎ বলে উঠলেন 'হেহ চু চু চু হেহ'!

গৃহকর্ত্রী জিজ্ঞেস করলেন হুজুর কি হইছে ?

পীর সাহেব বললেন, মক্কা শরীফে কুকুর প্রবেশ করছিল আমি এখান থেকে

তাড়ালাম!

গৃহকর্ত্রী বুঝলেন বেটা ভন্ড তাই ওকে একটা শিক্ষা দিতে হবে।

গৃহকর্ত্রী কৈ মাছ ভাঁজি করে ভাতের নিচে রেখে প্লেইট ভর্তি ভাত পীর সাহেবের সামনে দেয়া হল।

পীর সাহেব তো ভাত খাচ্ছেন না। তরকারির অপেক্ষা করতেছেন।

গৃহকর্ত্রী জিজ্ঞেস করছেন হুজুর ভাত খাচ্ছেন না কেন?

হুজুর বলছেন তরকারি ছাড়া খাব কিভাবে?

এবার গৃহকর্ত্রী ঝাটা নিয়ে দিলো দৌড়ানি পীর সাহেবকে।

শালা ভন্ড মক্কা শরীফে কুকুর প্রবেশ করছে তা দেখতে পাও কিন্ত

ভাতের নিচে কৈ মাছ ভাঁজি দেখতে পাওনা?

সংগ্রিহিত

বিষয়: বিবিধ

১৫২১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380775
১৯ ডিসেম্বর ২০১৬ দুপুর ০৩:০৬
সামছুল লিখেছেন : মজা পেলাম ধন্যবাদ।
১৯ ডিসেম্বর ২০১৬ দুপুর ০৩:৩৭
315062
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
380781
১৯ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৪:০০
380783
১৯ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৪:০৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।


গুরুত্বপূর্ণ একটি বিষয় দৃষ্টিগোচর করার জন্য আন্তরিক মুরাকবাদ।


খুব ভালো লাগলো।
১৯ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৪:১২
315066
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুমসালাম ওয়ারাহমাতুল্লাহে ওয়াবারাকাতুহু
আপনাকেও অনেক ধন্যবাদ
380786
১৯ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৫:১৭
আকবার১ লিখেছেন :

বছরের পর বছর ধরে এরা সমাজে আছে।
১৯ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৫:৫৩
315067
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সমাজ সচেতনতার অভাবে আছে
আপনাকে অনেক ধন্যবাদ
380796
২০ ডিসেম্বর ২০১৬ রাত ০৮:১৭
তবুওআশাবা্দী লিখেছেন : মতিন সাহেব: অনেক ভাবতে হলো আপনার পোস্টে মন্তব্য করবো কিনা | মুসলিমদের হেয় করতে এক সময় ব্রিটিশরা (বা এদের পৃষ্ঠপোষকতায়) মুসলিম আলেমদের ব্যাপারে এ'ধরণের হাস্যকর গল্পগুলো বানায় | আমি আমার আম্মার কাছে এই গল্প শুনেছি | উনি শুনেছিলেন উনার ছোট বেলায় | তাই ব্রিটিশ আমলে এগুলোর উৎপত্তি এটা সত্যি | আপনার লেখাগুলো থেকে আপনি একজন মুসলিম, ইসলাম নিয়ে ভাবেন বলেই আমি জানি | আপনিও সেই গল্পগুলো বলছেন দেখে একটু খারাপ লাগলো |এসব গল্পে ইসলামই হেয় হয় |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File