মানবিকতার মৃত্যু ! ভারতীয় টিভি চ্যানেলগুলিতেই প্রশিক্ষিত হচ্ছে । সরকারের ন্যায় বিচারহীনতাও দায়ী।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৩২:০৩ রাত



অমানবিক। অবিশ্বাস্য বর্বরতা। মানবিকতার মৃত্যু। কোনো কিছুতেই ব্যাখ্যা করা যায় না এসব ঘটনা। ঘটছে একের পর এক। এ কি বিকারগ্রস্ত মানসিকতা? সামাজিক বিপর্যয়ের ফল? কোনো উত্তরই আসলে নেই।

ফরিদপুরে নতুন মডেলের মোটরসাইকেল কিনে না দেওয়াতে ১৭ বছরের ছেলে ফারদিন হুদা মুগ্ধ ক্ষুব্ধ হয়ে আগুন দিয়ে হত্যার চেষ্টা করলো বাবা-মাকে।

চট্টগ্রামে ছেলের হাতে খুন হয়েছেন মা। এরপর ছেলে নিজেও আত্মহত্যার চেষ্টা করে।

আরেক নিষ্ঠুর ঘটনার খবর এলো রাজশাহী থেকে। সাত বছরের সন্তানকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন মা।

রংপুরে ২২ মাস বয়সী শিশুকন্যাকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

মাদারীপুরের কালকিনিতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বেশকিছু অমানবিক ঘটনা সংঘটিত হয়েছে। নানাভাবে বিশ্লেষণ করছেন সংশ্লিষ্টরা। আসলে এইসব অমানবিকতার কি কোনো ব্যাখ্যা আছে।

নিজ কন্যার হাতে পুলিশ দম্পতির হত্যাকাণ্ড হতচকিত করে দিয়েছিল বাংলাদেশের সমাজকে। উচ্চারিত হয়েছিল নানা ধরনের সতর্ক বাণী। কিন্তু পরিস্থিতি বদলায়নি। একের পর এক ঘটেই চলছে এমন ঘটনা। মায়ের হাতে খুন হচ্ছেন সন্তান। সন্তানের হাতে মা। নিষ্পাপ শিশুর ক্ষতবিক্ষত দেহ যেন মানবিকতারই মৃত্যু ঘোষণা করছে। মানুষ যেন আজ পশুরও অদম।

শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

সংগ্রহিত

বিষয়: বিবিধ

৯৪৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377698
১৯ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৮:৪২
হতভাগা লিখেছেন : বাংলাদেশীদের অন্যতম বড় একটা সমস্যা হল তারা বাইরের সংষ্কৃতির খারাপ দিকটাকেই চুজ করে।
377713
১৯ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:০১
চেতনাবিলাস লিখেছেন : সুশিক্ষাহীন সমাজে এর চেয়ে ভালো আর কী আশা করা যায়?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File