পীর মুরিদ ও খানকাহ-দরগার ব্যাবসা বর্তমানে সবচেয়ে চাঙ্গা ! Skull Skull Skull Skull

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৪১:৩৬ সন্ধ্যা



পীর মুরিদ ও খানকাহ-দরগার ব্যাবসা বর্তমানে সবচেয়ে চাঙ্গা ! পীর সাহেবরা মনে করে যে আদ্ধাতিক শক্তিই সবচেয়ে বড় শক্তি এবং নফসের জিহাদি সবচেয়ে বড় জিহাদ।

কিছু দূর্বল ও জাল হাদীস এবং পীর সাহেবদের স্বপ্নের ভিত্তিতে একটি আলাদা ধর্ম তৈরী করেছে তারা যাকে 'তাসাউউফ' ও তরিকত পন্থী বলে বিশ্বাস করে। তাদের তৈরী মতবাদের কিছু নমুনা পেশ করা হলো।

১) পীরের কাছে মুরীদ হওয়া ফরজ :-

পীর-মুরিদদের আক্বীদাহ হলো ' যদি কারো দুই জন পীর থাকে তবে ' দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবেন। কোনো ক্ষতি নেই। ( মাওয়ায়েজে এছহাকিয়া' সৈয়দ মা:মো: মোমতাজুল করিম রচিত: পৃষ্টানং ৫৫-৫৬)

আরো বলে " যার কোনো পীর নাই তার পীর শয়তান "। এজন্য তারা একটি আরবি বাক্যও তৈরী করছে।( ভেদে মারেফাত বা ইয়াদে খোদা, মাওলানা সৈয়দ মো: এছহাক রচিত, পৃষ্টা নং ২৩ )

এই আরবী বাক্য শুনে অনেকেই এটাকে হাদিস মনে করে অথচ এটা কোনো হাদিস নয় পীরদের মনগরা বানানো উক্তি।

পীরদের যত গুলি ছিলছিলা আছে প্রায় সকলের আক্বীদাই এক।যেমন চরমোনাই পীরদের আক্বীদাহ তাদের বই থেকে উপরে উল্ল্যেখ করা হলো।

২. এনায়েতপুরী পীর ওতার অনুসারীদের আক্বিদাহ ও বিশ্বাস একই রকম। তাদের রচিত ( 'শরীয়তের আলো ' খাজাবাবা এনায়েত পূরীর অনুমতিক্রমে মাওলানা মো: মকিম উদ্ডিন প্রনিত।প্রকাশক পীরজাদা মৌ: খাজা কামারউদ্দিন নুহ মিয়া) বইতে "পীর ধরা সবার জন্য ফরজ"

৩. সুরেশ্বরী পীর লিখছেন : পীরের নিকট দীক্ষা না হইলে কোনো বন্দেগী কবুল হয় না। ( নুরে হক গন্জ নুর, পৃষ্ঠা নং ২৫, শুরেশ্বর দরবার এর পক্ষ হতে সৈয়দ সশাহ নুরে মন্জুর মোরশেদ ( মাহবুবে খোদা) ও ভ্রাতাগন কতৃক প্রকাশিত একদশ সংস্করন ১৯৯৮ )

এমন হাজার হাজার ভন্ড পীর বাংলাদেশের সাধারন মুসলমানদের ঈমান আকিদাকে নষ্ট করে ইসলামের খেদমতের বদলে কুফরী মতবাদকে সহযুগিতা করছে।

আমরা সবাই এই জাহেলদের জেহালতি থেকে মুক্তি কামনা করছি

আমিন

বিষয়: বিবিধ

১৫১৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377645
১৮ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৯:০৩
হতভাগা লিখেছেন : হাশরের ময়দানে পীর জাহাজ নিয়ে অপেক্ষা করবেন আপনাকে জান্নাতে নিয়ে যাবার জন্য ।

(নাউজুবিল্লাহ)
১৮ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:১০
312993
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি মিয়া ভাই
চোরমুনাইর জাহাজRolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File