মানুষ হত্যার দায়ে ইতিহাসে কসাই হিসেবে স্থান পাবেন শেখ হাসিনা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:১২:২১ বিকাল

http://serial-film.ru/9TbVvREQWBR/andolon-news-10-october-2015---.html

১২ ডিসেম্বর ২০১৩ সাল ইতিহাসের একটি কালো অধ্যায়। এই দিনটি ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই দিনে বিশ্বের ইতিহাসে একজন নিরীহ, নিরপরাধ মানুষকে রাষ্ট্রীয় আয়োজনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। ইতিহাস হয়তো একদিন প্রমাণ করবে এটি ছিল একটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড।

দার্শনিক সক্রেটিসকে হ্যামলক বিষ প্রয়োগে হত্যার রায় দিয়েছিল আদালত। আদালতই যিশু খ্রিষ্টকে (হজরত ঈসা আ) শূলে চড়িয়ে হত্যার রায় দিয়েছিল। জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিওকেও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় আদালতের নির্দেশেই। হাজার বছর পর এসে প্রমাণিত হয়েছে তিনটি রায়ই ভুল রায় ছিল।

বিচার-ইতিহাসে এ ধরনের রায়ের অসংখ্য নজির রয়েছে, যার ভিত্তিতে কথিত অভিযুক্ত ব্যক্তি হত্যার পর প্রমাণিত হয়েছে, আদালতের দেয়া রায়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত ছিল না। জামায়াত নেতা জনাব আবদুল কাদের মোল্লার বিষয়েও হয়তো ভবিষ্যতে এমনটি বলা হতে পারে, যে রায়ের ভিত্তিতে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে তা সঠিক ছিল না।

বিষয়: বিবিধ

৯৮৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377570
১৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৪৬
হতভাগা লিখেছেন :
১৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:০০
312936
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ক্ষমতা আছে করতে থাকুক
মগের মুল্লুক তো না!
জনবিষ্ফরনে মুক্ত হবে মজলুমরা আর নিষ্পেষিত হবে জালিম ইনশাআল্লাহ
১৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:০৭
312939
হতভাগা লিখেছেন :


নিজের ফাঁসবেন , আমাদেরকে ব্যান খাওয়াবেন।
১৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:১৫
312942
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সবাই এক এক সময় আকৃতি বদল করে
আর রাজনৈতিক নেতারা ক্ষমতার পালা বদল করে তখন মনু কোথায় যাবে *-Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File