মজিব হত্যার ১২ আসামীর ৭ জনই মুক্তিযোদ্ধা কেন ! এই মুক্তি যোদ্ধাদের কোন চেতনা ছিল না !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৪৬:১৬ সন্ধ্যা
ইতিহাসের নির্মম সত্য । ১৯৭১ সালে শেখ মুজিবের সংগ্রামী চেতনায় অনুপ্রানিত হয়ে যে অকুতোভয় মুক্তিযোদ্ধারা বীরের মত ঝাপিয়ে পড়ে এই দেশকে স্বাধীন করেছিল , মাত্র ৪ বছরের ব্যাবধানে কি এমন ঘটল যে সে বীর সাহসী সেনা মুক্তিযোদ্ধারাই তাকে হত্যা করল ?
১ ল্যাফটেনেন্ট কর্নেল নুর চৌধুরী -বীর বিক্রম ।
এক নম্বার সেক্টরে লড়াই করেছিলেন।
২- মেজর আজিজ পাশা।
দুই নাম্বার সেক্টরে যুদ্ধ করেছিলেন
৩- মেজর বজলুল হুদা ।
দুই নাম্বার সেক্টরে যুদ্ধ করেছিলেন
৪-ল্যাফটেনেন্ট কর্নেল শরীফুল হক ডালিম- বীরউত্তম।
চার নাম্বারে সেক্টরে যুদ্ধ করেছিলেন
৫ ল্যাফটেনেন্ট কর্নেল রাশেদ চৌধুরী -বীর প্রতিক।
চার নাম্বার সেক্টরে যুদ্ধ করেছিলেন
৬-সুলতান শাহরিয়ার রশীদ ।
ছয় নাম্বার সেক্টরে যুদ্ধ করেছিলেন
৭-কন্লে ফারুক রহমান। আতাউল গনি ওসমানীর সহকারী
ইতিহাসের পাতা হাজার বছর পরেও হলেও মানুষের দৃষ্টিতে আসে তেমনি সৈরাচারীর নিষ্পেষনও কর্মফল তাদের শেষ পরিনতিতে প্রকাশ পায়।
বিষয়: বিবিধ
১০৮১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন