মজিব হত্যার ১২ আসামীর ৭ জনই মুক্তিযোদ্ধা কেন ! এই মুক্তি যোদ্ধাদের কোন চেতনা ছিল না !!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৪৬:১৬ সন্ধ্যা



ইতিহাসের নির্মম সত্য । ১৯৭১ সালে শেখ মুজিবের সংগ্রামী চেতনায় অনুপ্রানিত হয়ে যে অকুতোভয় মুক্তিযোদ্ধারা বীরের মত ঝাপিয়ে পড়ে এই দেশকে স্বাধীন করেছিল , মাত্র ৪ বছরের ব্যাবধানে কি এমন ঘটল যে সে বীর সাহসী সেনা মুক্তিযোদ্ধারাই তাকে হত্যা করল ?

১ ল্যাফটেনেন্ট কর্নেল নুর চৌধুরী -বীর বিক্রম ।

এক নম্বার সেক্টরে লড়াই করেছিলেন।

২- মেজর আজিজ পাশা।

দুই নাম্বার সেক্টরে যুদ্ধ করেছিলেন

৩- মেজর বজলুল হুদা ।

দুই নাম্বার সেক্টরে যুদ্ধ করেছিলেন

৪-ল্যাফটেনেন্ট কর্নেল শরীফুল হক ডালিম- বীরউত্তম।

চার নাম্বারে সেক্টরে যুদ্ধ করেছিলেন

৫ ল্যাফটেনেন্ট কর্নেল রাশেদ চৌধুরী -বীর প্রতিক।

চার নাম্বার সেক্টরে যুদ্ধ করেছিলেন

৬-সুলতান শাহরিয়ার রশীদ ।

ছয় নাম্বার সেক্টরে যুদ্ধ করেছিলেন

৭-কন্লে ফারুক রহমান। আতাউল গনি ওসমানীর সহকারী

ইতিহাসের পাতা হাজার বছর পরেও হলেও মানুষের দৃষ্টিতে আসে তেমনি সৈরাচারীর নিষ্পেষনও কর্মফল তাদের শেষ পরিনতিতে প্রকাশ পায়।

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377404
১০ সেপ্টেম্বর ২০১৬ রাত ১১:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটাই তো চেতনা!!!
১১ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১২:১৭
312838
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File