কেন ক্ষমা চাইবো ? বরং রাষ্ট্রপতির উচিৎ আমার কাছে ক্ষমা চাওয়া: মীর কাসেম অালী
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:১৩:৪১ রাত
সত্য সামনে আসলে কারোর গা জালাপোড়া করতেই পারে তাই বলে আমরা সত্য প্রকাশে বিলম্ব করবো না ।
ইয়েছ,বীর বীরের মতই কথা বলে!!!
আমি কেন ক্ষমা চাইবো?
বরং রাষ্ট্রপতির উচিৎ আমার কাছে ক্ষমা চাওয়া। কারণ এই রাষ্ট্র আমার প্রতি ন্যায়বিচার করতে ব্যর্থ হয়েছে, এই রাষ্ট্র আমার ছেলেকে নিরাপত্তা দেয়ার পরিবর্তে তাকে অপহরণ করে প্রমাণ করেছে আমার প্রতি তারা প্রতিহিংসা চরিতার্থ করতে চায়।
যাদের মনে আরো বেশী কষ্ট আছে মীর কাশেম আলী এমন কথা বলল কিভাবে ? তারা আরো একটু পড়ুন
http://s-roktebejapoth.pun.bz/post-title-394.xhtml
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন