সৈরশাষকদের মৃত্যু , অথবা সামরিক শক্তিই পারে দেশকে ও মজলুমদেরকে মুক্ত করতে যেমনটি উজবেকিস্তানে হয়েছে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৪৩:০০ সন্ধ্যা



গোড়া কমিউনিস্টদের স্টিম রোলার থেকে যখন রাশিয়ার অঙ্গরাজ্যগুলি শান্তির পতাকা নাড়িয়ে উচ্ছাস করছিল ঠিক তখন সেই অঙ্গরাজ্যের উজবেকিস্তানে কিন্তু ছিল তার উল্টা নজির। সেই লম্বা ইতিহাস সময় থাকলে প্লিজ পড়ে নিবেন http://www.dailynayadiganta.com/detail/news/151658

এই সৈরশাষকের মৃত্যুর পরে লোকজনের ভিতর চাপা স্বস্তির নিশ্বাস আসতে শুরু করেছে।

পুরাপুরি না আসার কারন হলো উজবেকিস্তানের এই সৈরশাষক প্রেসিডেন্ট যেই কলংকিত ধারা তৈরী করে জাতীর সন্তানদেরকে বেঈমানীর দলে শামিল করেছে যেমন কামাল আতাতুর্ক করেছিল সেই সেঈমানদের ব্যাপারে এখনই জনগন ভাল কিছুর আশা করতে পারছে না ।

আমাদের জাতী করে এই নাস্তিক জুলুমবাজ স্বেচ্ছাচারী দুনিয়ার নিকৃষ্ট মানবকুলের শিরমনির হাত থেকে নিষ্কৃতি পাবে ?

সেটা হয়তো এখনই বলা যাচ্ছেনা তবে আল্লাহর নির্ধারিত সময় শেষ হওয়া অবধি আমাদেরকে আরো জাতীর শ্রেষ্ট সন্তানদেরকে কোরবানী করতে হবে।

আল্লাহ আমাদেরকে সেই দিনটি অতি সত্তর এনে দিবেন ইনশাআল্লাহ

আমিন সুম্মাআমিন

বিষয়: বিবিধ

১১০০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377312
০৭ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৯:২৪
হতভাগা লিখেছেন : সেনাবাহিনী এখন আর ক্যু টু করার পক্ষে নেই । আর হাসুবুর হায়াত আল্লাহ যেন আরও বাড়িয়ে দেন কারণ বাংলাদেশকে অনেক কিছু দেবার আছে তার ।
০৮ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:১৭
312766
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : শনির দশা চারপাশে ঘুরপাক খাচ্ছে
যেই কোন সময় গনেশ উল্টিয়ে যেতে পারে যেমন মজিবের ভারতিয় বন্ধুরা ১৫ই আগস্টের আগে সব কিছু জানার পরেও মুজিবকে রক্ষা করতে আসেনি
হায়াত বাড়বে নব্য ফেরাউনের কারন মজলুমদের চোখের পানিতে অনেক বরকত আছে
০৮ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৩৯
312769
হতভাগা লিখেছেন : শুনতেছি শিবিরকে নাকি ব্যান করবে
০৮ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৪৭
312770
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তাতে কি হবে
বন্ধ হবে?
নতুন নামে প্রকাশ পাবে
লক্ষ লক্ষ কর্মিবাহিনী বুঝি বিলিন হয়ে যাবে প্যাচা হাসিনার প্যাচপ্যাচানির ফলেRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৮ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:৩৭
312772
হতভাগা লিখেছেন : নতুন নামে প্রকাশ হলেও চিন্হ তো থেকে যাবে । দেখেন না , কারও মামাতো ভাইয়ের মামাতো ভাইয়ের মামাতো ভাইয়ের মামাতো ভাইয়ের বন্ধুর বাবার বাড়ির কাজের লোকের যদি জামায়াত বা শিবিরের সাথে কানেকশন থাকে সেটাও খতিয়ে দেখা হয়।
০৮ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:৫৭
312773
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সেই ভয় জামায়াত শিবির করে না
আর হাসিনার ক্ষমতার ক্ষনকাল শেষ মাত্র সময়ের ব্যাবধান দেশ দুনিয়া দেখবে আবারও ইনুরা ট্যাংকের উপর নাচবে
০৮ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১২:১৭
312774
হতভাগা লিখেছেন :
আর হাসিনার ক্ষমতার ক্ষনকাল শেষ মাত্র সময়ের ব্যাবধান দেশ দুনিয়া দেখবে আবারও ইনুরা ট্যাংকের উপর নাচ


০ এই কথা তো গত কয়েক মাস ধরেই বলে যাচ্ছেন । কৈ কিছুই তো দেখি না ।

নাকি হুদাই কাব যাব চালাইতাছেন ?
০৮ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:৩৬
312775
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমি ৫ মাস পরে ওনলাইনএ আসছি
আপনি কোথায় পেলেন আমার কথা
০৮ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:৫৫
312779
হতভাগা লিখেছেন : আপনি কি ব্লগে আগে ছিলেন না ? শুরু থেকেই তো বলতেন wait & see !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File