অন্যায় জুলুম হজম করবেন নিরবে-সত্য বলতে পারবেন না। বৈরি তুরস্ক ও পাকিস্তান । ড্যাফোডিলের শিক্ষিকা সত্য বলে চাকুরী হারালেন

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:১৮:৫৬ বিকাল

মীর কাশের পক্ষে সত্য কথা বলাতে ড্যাফেডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাজনীন সুলতানার চাকুরী হারালেন ।

সত্য ও ন্যায় কথা বলাতে আবারও বৈরি তুরস্ক ও পাকিস্তান

আপনি নিরবে মার খেতে থাকবেন আর আপনাকে জোর করে মিথ্যা সাক্ষি দিয়ে ফাসি বা জেলে ঢুকাবে কিন্তু সত্য কথা বলতে পারবেন না। শুধু আপনি নয় আপনার হয়েও কেউ সত্য প্রকাশ করতে পারবেনা ।

নিরবে হজম করবেন ! করবেন !! অপেক্ষা করতে হবে আল্লাহর প্রতিশ্রুত ওয়াদা আসার আগ পর্যন্ত

অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ দিন রাত যেমন সত্য আল্লাহর রহমত আসাও তেমন সত্য

বিষয়: বিবিধ

১২৪৭ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377258
০৬ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:৪১
হতভাগা লিখেছেন : পাকিস্তান তো তাদের পক্ষে কাজ করা লোকের সাফাই গাইবেই । মীর কাশেমের উচিত ছিল পাকিস্তানে গিয়ে বিরাট জাতীয় খেতাব নেওয়া।

তুরষ্কের এত ফালাফালির মানে কি ? ক্যু ব্যর্থ করে দিয়ে কি এরদোগান সাহেব হিরো বনে গেছেন ? বিশ্ব রাজনীতিতে তুরষ্কের চেয়ে ভারতের প্রভাব অনেক বেশী ।
০৬ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:৫৬
312702
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তুরুস্ক আর ভারত !!!Crying Crying কোথায় আলি ? আর কোথায় জুতার কালি।
মীর কাশেমরা এই দেশেই জাতীয় বীরের খেতাব পাবে আর এই জালিমরা ডাষ্টবিনের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ
অপেক্ষা করতে হবে
০৬ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:৫৭
312703
সাম্য বাদী লিখেছেন : হ কাকু তুমি ঠিকই কৈছো। তুরুস্ক তো আর তোমাগো মামুর বাড়ির (ভারত) লোকেগো মত পশ্চিমাগো চেতনা চুষতে জানে না। তাই তাগো প্রভাব কম।

০৬ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:৫৯
312704
সাম্য বাদী লিখেছেন : তয় কাকু কও তো দেহি এই ফটোতে তোমাগো মুদি আব্বা কৈ???
০৭ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৯:৪৫
312727
হতভাগা লিখেছেন :
মীর কাশেমরা এই দেশেই জাতীয় বীরের খেতাব পাবে


Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

উনাকে বীরশ্রেষ্ঠ প্লাস খেতাব দেওয়া হবে।Rolling on the Floor Rolling on the Floor

@ সাম্যবাদী

এখন তুরষ্ককেও আব্বা ধরা হইতেছে ! যাদের আব্বা ধরেন তারাই তো ফাঁপড়ে চলে যায় ।

মধ্যপ্রাচ্যে যেসব মুসলমান দেশের যাদের সাথে আমেরিকা বা রাশিয়া বা উভয়ে হাত মেলায় তাদের খবর হয়ে যায় ।

দক্ষিন / দক্ষিন পূর্ব এশিয়াতে প্রভাব ফেলতে হলে ভারতকে ভেল্যু দেওয়াই লাগে।
তেরি বেরি কইরাও তো কেরি সাহেব ঠিকই লোক হাসালো।
০৭ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:০৯
312728
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভারতিয় চামচামি করে যদি নিজেদের চামড়া বাচানো যায় তো চলতে থাকুক।
শেখ মুজিবও কিন্তু ভারতের কথায় উঠতো বসতো তারপরেও সেই ভারতের ইঙ্গিতেই মুজিবকে হত্যা করা হয়েছিল
দেখা যাবে সময় গড়াক
১৯৭৫ একটা এখন কিন্তু ২০১৬
Remember
০৭ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:১৪
312736
হতভাগা লিখেছেন : জ্বি এটা ২০১৬ সাল । হাসুবু অনেক সচেতন এবং দৃঢ়চেতাও । তেরি বেরি করে কেরিও এখানে এসে ঘোল খেয়ে গেছে।
377263
০৬ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:১৫
আবূসামীহা লিখেছেন : নাজনীন দুই নৌকায় পা দিতে গিয়ে ধরা খেয়েছেন? চেতনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন নি।
০৬ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:২৬
312706
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহু আলাম কিন্তু ফেচবুকের পোষ্ট একটু ভিন্ন মনে হয়েছে
আল্লাহ আমাদেরকে হেফাযত করুন আমিন
377277
০৬ সেপ্টেম্বর ২০১৬ রাত ১০:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কথা বলাও দোষ!!!
০৭ সেপ্টেম্বর ২০১৬ রাত ১২:০৩
312716
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমরা আজব রাজার দেশে বাস করছি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File