বিদেশ সফরকালেই অবৈধ প্রধানমন্ত্রী বুঝে গেছেন, তিনি ‘কয় আনার’ মন্ত্রীঃ (পুরাতন খরচ কপিপেস্ট)
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৭ মে, ২০১৬, ১২:৪৫:২৫ রাত
অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা লন্ডন সফর করেছেন। লন্ডনের রাষ্ট্রদূত তাকে রিসিভ করেছেন। দুবাই সফরে সমাজকল্যাণ মন্ত্রী রিসিভ করেছেন। সর্বশেষ মালয়শিয়া সফরে উপমন্ত্রী রিসিভ করেছেন। বিদেশিরা আমাদের মত বেয়াদব নয়। তারা মুখে না বলে, চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী ‘কয় আনার’ মন্ত্রী।
দেশ অবমানার উপত্যকা হয়ে গেছে। ড· ইউনুছ, এবিএম মূসা, এ কে খন্দকার সহ অনেকে-ই অবমাননা করা হয়েছে। সরকারের সেই অবমাননা এখন আন্তর্জাতিক পর্যায় পৌঁছেছে।
দক্ষিন ও মধ্য এশিয়া-বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল নির্বাচনের কথা বলায়- তখনকার স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম তাকে ‘দুই আনার মন্ত্রী’ বলেছেন।
ড· তুহিন মালিক বলেন, ইয়াহিয়া খানের একজন নাপিত ছিল। সেই নাপিত তার বাসায় এসে চুল কাটত। যখনি চুল কাটতে আসত তখনি বলত নির্বাচন কবে দেবেন। পাশে দাঁড়িয়ে থাকা এডিসি নাপিতকে ধমক দিত।
তিনি বলেন, এডিসি তখন নাপিতকে বলত- চুল কাটতে আসলেই তুমি নির্বাচনের কথা কেন বলো? নির্বাচনের কথা বললে তিনি রেগে যান।
তুহিন মালিক বলেন, এডিসির এসব কথা শুনে নাপিত বলে- তাকে (ইয়াহিয়া খান) যখনি নির্বাচনের কথা বলি তখনি তার চুল খাড়া হয়ে যায়। এর ফলে চুল কাটতে সুবিধা হয়। আমাদের দেশে সরকারের অবস্থা তাই হয়েছে।
এদেশে মুক্তিযুদ্ধের কোটা কাদের জন্য এমন প্রশ্ন উত্থান করে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদের জন্যে নাকি বীর শ্রেষ্ঠ রম্নহুল আমিনের ছেলের জন্যে। রম্নহুল আমিনের ছেলে জীবন বাঁচানোর জন্য চায়ের দোকানে কাজ করে।
দুঃৎখিত কপিপেস্টের জন্য অবৈধ প্রধানমন্ত্রীকে আতে ঘা দেওয়া আমার মুখ্য উদ্দেশ্য
বিষয়: বিবিধ
১৩০৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ |
আপনাকে ও ধন্যবাদ
আপনার ফেসবুক আইডি আছে?????
মন্তব্য করতে লগইন করুন