স্বৈরশাসক বর্তমান অবস্থায় দৃঢ় থাকলে পরিনতি হবে তার পরিবারের মতো
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ এপ্রিল, ২০১৬, ১০:৫০:৫৫ রাত
স্বৈরশাসক শেখ হাসিনা : ৫ই জানুয়ারী ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ক্ষমতা পাকাপোক্ত করার জন্য নিজের মতো করে দলীয় আদর্শের ব্যক্তিবর্গকে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে পদায়ন করেন।
অবৈধ প্রধানম্ন্ত্রী শেখ হাসিনার আসপাশে যারা আছে, তারা তৈলমর্দন করছেন ও ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পরামর্শ দিচ্ছেন। ওরা জানে জীবনের শেষ এবং শুরু এবারই ক্ষমতার স্বাধ পেলাম হাসিনার যাহা হবার তাহা হোক আমারা হালুয়ারুটিতে নিজেদের ভুরিভোজটাতো সেরে নেই।
দলীয় ও আমলা ব্যক্তি এত বেশী দুর্নীতি ও অপকর্ম করেছেন যে ক্ষমতা হারালে কারো রক্ষা হবে না বলে তারা ভয় করেন।
স্বাধীনতা পরবর্তীতে আইন-শৃংখলা বাহিনীর নির্বিচারে গুলীতে এত লোকের হানাহানির ঘটনা কখনো ঘটেনি। হাসিনা সরকারের এহেন আচরণের বিরুদ্ধে কোন ধরনের প্রতিবাদও করার সুযোগ নেই।
বিরোধীদলীয় অফিসগুলো বন্ধ করে রেখেছে মাসের পর মাস। সব বক্তব্য শুধু ওনাদের, শুধু ওনারাই বলবেন; বিরোধী দলগুলোর কিছুই বলার বা মতপ্রকাশের সুযোগ নেই। সভা-সমাবেশে গুলী, টিয়ারশেল, রাবার বুলেট, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এখন আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত দায়িত্বে পরিণত হয়েছে।
বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে নির্মম নির্যাতন এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। গুম-হত্যা এখন বিরোধী শিবিরের সকল নেতাকর্মীকে তাড়িয়ে বেড়ায়। রিমান্ডের নামে যে নির্যাতনের খড়গহস্ত চাপিয়ে দেয়া হয়েছে তাতে অনেক নিরপরাধ মানুষকে জীবনের তরে পঙ্গু বানিয়ে দেয়া হয়েছে। যা সভ্যসমাজে কখনো চিন্তাও করা যায় না। দেশের সকল বিরোধী মতকে দমনের জন্য হাজার হাজার সাজানো মামলায় জড়িয়ে নেতা-কর্মীদের গ্রেফতার করে আদালতের কাঁধে বন্দুক রেখে ফাঁসি, যাবজ্জীবন কারাদ-ের ফ্রেমে পিষ্ট করছে।
অতীতের যে কোন স্বৈরশাসককে হার মানিয়েছেন শেখ হাসিনা।
ভারতনির্ভর শেখ হাসিনা তার অবস্থান স্বৈরাচারীর তালিকায় এক নাম্বারে নাম লিখাতে চলছেন। হয়ত বা তার এমন পরিনতির জন্য দেশবাসীকে আর ক’টা দিন অপেক্ষা করতে হবে। ইতিহাস এটিই বলে।
৭২-৭৫ এ দেশের রাজনীতিতে যে পরিস্থিতি বিরাজ করছিলো এখন হুবহু সেই পরিবেশই বিরাজ করছে
তাই অপেক্ষার পালা হয়তো বা বেশী নাই
বিষয়: বিবিধ
১২০৩ বার পঠিত, ১০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন