আমার ভোট আমি দেব তোমার ভোটও আমি দেব । নতুন স্লোগান !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৫ এপ্রিল, ২০১৬, ০৭:৪২:৫৫ সন্ধ্যা



বন্ধুরে ! তোমার সাথে প্রিরিতি করে বিয়ে করলাম বলে আমাকে বেশী ভালবাসা দিচ্ছ ! প্রতিদিন কত রকম চাউল জোগাড় করে আনো আমার জন্য !!

আহারে বন্ধু তুমি না আমাকে কত ভালবাস , আমি তোমাকে কি দিয়ে যে খুশি করব ।

ধোত্তরী !! সব বাজে কথা বলে আমার মেজাজটা খারাপ করোনাতো !

আমার ধান্ধাতো আমি বুঝি তোমাকে সেটা একদিন বুঝিয়ে বলব।

বউ ধরেছে আমাকে এখনই বলতে হবে পরে টরে বুঝিনা।

না ছোড় বান্দার হাত থেকে রেহাই পেলোইনা অসহায় গো বেচারা স্বামী।

অবশেষে বলেই ফেলল । আমার প্রেমে পড়াটা তোমার ভুল হয়েছিল , যাই হউক আমি প্রতিদিন ভিক্ষা করে তোমাকে খাওয়াই । ভিক্ষা করা চাউল কিনা তাই রংবেরংয়ের !

বাংলাদেশের জনগন হাসিনার সাথে এমন প্রিরিতি করেছিল সেটার ফলটা ফকির বেটার মতোই হলো !

প্রিরিতের ফলে এখন আবার ৮০র দশকে সৈরাচারী এরশাদের যামানায় ফিরে গেল আমার ভোট আমি দেব তোমার ভোটও আমি দেব । নতুন স্লোগান !!

ফানি Cheer Cheer Cheer Cheer Cheer Unlucky

বিষয়: বিবিধ

১৫১৭ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367073
২৫ এপ্রিল ২০১৬ রাত ০৮:১১
শেখের পোলা লিখেছেন : ভোট আবার কি? ও চিজ টাকে ভুলে যান। জংলীদের মত বাহুবল থাকলেই নেতা৷
২৫ এপ্রিল ২০১৬ রাত ১০:৫৫
304607
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
স্টাম্প এর হ্যান্ডল এখন হাসিনার হাতে ্২০১৪ সালে লোকজন তাকে ভোট না দেওয়াতে নিজেই সব দায়িত্ব নিয়েছেন জনগন আর দরকার হবে না
367088
২৫ এপ্রিল ২০১৬ রাত ০৮:৫৩
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ নেতার ভোট নেতাই দিবে আপনার আমার ভোটও নেতায় দিবে। তাতে কি অসুবিধা আছে..? দুর্বলের স্থান কোথাও নেই
২৫ এপ্রিল ২০১৬ রাত ১০:৫৮
304608
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জনগন দুর্বল না
অবৈধ শাষকরা আত্মার দুর্বল । সবসময় আতম্ভরিতার কারনে এবং পাগলা কুত্তার কারনে সামনে যাচ্ছেনা যেই দিন জনগন মাথা খারাপ করবে সেই দিন দাদার দেশেই তাদের ঠাই হবে
367089
২৫ এপ্রিল ২০১৬ রাত ০৮:৫৪
আফরা লিখেছেন : এখন তো ভোটের দরকার হয় না এমনি এমনি পাশ ।

ভাইয়া কি বেশি ব্যস্ত হয়ে পড়েছেন নাকি ? পোষ্ট যে আগের মত দেখি না ।
২৫ এপ্রিল ২০১৬ রাত ১১:০৩
304609
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
২০১৪ সালের প্রতিশোধা নিচ্ছে সেই সময় লোকজন ভোট দেয়নি বিধায় এখন নিজেরাই সেই কাজটি করছে।
হ্যা আপু ! অনন্তত ব্লগের একজন লোক আমাকে এই কথাটা জিজ্ঞাসা করেছে সেই ব্যাক্তিটি আপনি । আপনাকে অনেক ধন্যবাদ আপু।
মধ্যপ্রাচ্ছের দেশ সৌদিআরব থাকিতো ! এই আর কি । মনের দিক থেকে সম্পুর্ন অসুস্থ আজ ৬ মাস যাবত কম্পানী বেতন দিচ্ছেনা আইডি কার্ড রেনুয়াল করছে না পরিবারের কাছে যেতে পারছিনা এমনও অনেক টেনশনের ভিতর গত কয়েকদিন থেকে যাচ্ছে
দোয়া করুন আল্লাহ যেন আমার সমস্যার সমাধান করে দেন এবং মনের ভিতর প্রশান্তি আনয়ন করে দেন
২৬ এপ্রিল ২০১৬ রাত ১২:১১
304611
আফরা লিখেছেন : চিন্তা করিয়েন না ভাইয়া যত মশকিল তত আহসান । আল্লাহর উপর ভরষা রাখেন ও ধৈর্য ধরেন । আল্লাহ আপনার সমস্যার সমাধান করবেন !ইনশা আল্লাহ !
হে আল্লাহ ! আপনি আমার এই ভাইয়ার উপর আপনার রহমতের হাত প্রসারিত করুন , আপনার করুনার বারি বর্ষণ করুন , উনার সমস্যার সমাধান করে উনার মনে প্রশান্তি দান করুন । আমীন ।
367104
২৫ এপ্রিল ২০১৬ রাত ০৯:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভোট ছাড়াই তো সরকার হয়!!
২৫ এপ্রিল ২০১৬ রাত ১১:০৪
304610
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঐ সেই কাদের সিদ্দিকির কথা
বাবা ছাড়া সন্তান যেমন জারয হয়
ভোট ছাড়া সরকারও .....
ধন্যবাদ
367148
২৬ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৪০
নকীব কম্পিউটার লিখেছেন : রাত পোহাবার কত দেরী! পাঞ্জেরী!
২৬ এপ্রিল ২০১৬ সকাল ১১:০০
304631
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : রাতের গভিরতা বলছে ক্ষনকাল পরে ............ ধন্যবাদ
367161
২৬ এপ্রিল ২০১৬ দুপুর ১২:১১
হতভাগা লিখেছেন : ২০০৮ এ ২৬৩টি (৮৭.৬৬%) আসন পেয়েছিলেন হাসুবুরা । বাংলাদেশের মানুষের পালস্‌ কি সেটা ঐ ভোটেই জানা গেছে ।

এরপরেও যে ভোটাভুটি হচ্ছে সেটা শ্রেফ পয়সার অপচয় ছাড়া আর কিছুই নয় ।
২৬ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২৮
304639
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সতসাহস থাকলে নিরপেক্ষ ভোট দিক তখন দেখা যাবে !
সারা দেশে ২০টি সিটও পাবেনা খুনি হাসিনা বা তার দল এরপর !
হাসিনার তো দেশের জন্য কোন মায়ামমতা নাই তারকারন তার ছেলে বিয়ে করেছে বিদেশী তার মেয়ের জামাইও থাকে বিদেশে সুতারাং দেশের মাটির সাথে তার কোন সম্পর্ক নাই তাই সিট না পাইলে দাদার দেশ তৈরী আছে তো সেখানে চলে যাবে
২৬ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৫৩
304642
হতভাগা লিখেছেন : নিরপেক্ষ নির্বাচন দিলে জামায়াত ২৯৫ টা আসন পাবে । বাংলাদেশের মানুষ জামায়াতের নেতাদের প্রতি অন্যায়ের বদলা নিতে যে কোন মুহূর্তেই প্রস্তুত আছে ।
২৬ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪৬
304660
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জামায়াত ২৯৫টি না পেলেও ডগলীগ যে পাবেনা সেটা সিওর এবং পিঠের চামড়াও রাখবেনা দেশের জনগন এটা সত্যি কথা
২৬ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:০৬
304661
হতভাগা লিখেছেন : আপনারা শিবিরের ভায়ারা উনাদের পিঠের চামড়া তুলবেন আর আমরা সাধারণ জনগন (ছুপা আওয়ামীবিরোধীরা) সেখানে লবণ + মরিচের গুঁড়া ছিটিয়ে দোবো ।
২৬ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪০
304662
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : শুধু ওদেরই নয় । ওদের দোষরদেরকে এই পরিস্থিতির সম্মুখিন হতে হবে ইনশাআল্লাহ
দেশের যেই ভাবে বারোটা বাজাচ্ছে তাতে জনগন অনেক ধৈর্য্য ধরেছে
২৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৩৩
304671
হতভাগা লিখেছেন : আপনি দেশের বাইরে থেকে দিক নির্দেশনা দেবেন কিভাবে পলায়নপর আওয়ামী নেতাদের সাইজ করতে হবে আর আমরা এখানে ওদের অস্থির করে ফেলবো
২৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০১
304674
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দেখেন ভাই
আমরা সাধারনত কারোর পায়ে পাড়া মেরে গ্যান্জাম করতে চাই না । যদি কেউ আমাদের সাথে গ্যান্জাম করতে আসে তখন আমরা ধরি
আর কথা হলো সবাইতো আর এক সাথে ঠান্ডা মাথায় খুনিদের সামনে মাথা পেতে দিতে পারিনা ! তাইতো আমরা বাইরে থেকে বলব এবং দেখন সময় হলেই সবাই জানবে আর তাহাছাড়া টাকারও দরকার নয় কি !
২৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৫৪
304678
হতভাগা লিখেছেন : গাট্টি গাট্টি টাকার বস্তা নিয়ে তারা পালানোর চেষ্টা করবে ....

এতদিন ওরা খেলছে , তখন আমজনতা খেলবে । আপনাদের মত সাচ্চা দ্বায়িত্বশীল সাথে থাকলে খেলাতেও জোশ আসবে।
২৬ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:১০
304679
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সেই সময় অবধি টাকা থাকলে তো নিবে ! তার আগেই হলমার্ক, সোনালী ব্যাংক , বাংলাদেশ ব্যাংক সহ লাভজনক সকল কিছুই শুন্যর কোটায় চলে এসেছে
তখন শুধু ধুতি নিয়ে পালাবে তাও যদি ১৫ই আগস্ট এর কোন পুনরাবৃত্তি না ঘটে । আল্লাহ মাফ করুক
আর আমাদের ঈমানদারিত্বের কথা আমরা বলতে হবে না সেটা বিগত তত্তাবধায়ক সরকার অনুবিক্ষন যন্ত্র দিয়ে দেখে প্রমান করে গেছে
২৭ এপ্রিল ২০১৬ সকাল ০৯:২৮
304709
হতভাগা লিখেছেন : মুজাহিদ-নিজামী সাহেবদের ছায়াতলে আপনারা এসেছেন ,ছিলেন । আপনারা না থাকায় আর উনাদের অনুপস্থিতিতে এদেশে ঈমানদারীত্ব যাদুঘরে চলে যাবার উপক্রম হয়েছে।
চলে আসুন , জমিয়ে খেলা যাবে । পাল্টা-মাইরও শুরু হবে ।
367249
২৭ এপ্রিল ২০১৬ সকাল ১১:০৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমরা কখনো বলিনি যে আমরা শেখ মুজিব বা হাসিনার আদর্শর মতো মুজাহিদ নিজামী আমাদের আদর্শ । রাসুল আমাদের আদর্শ কোরান আমাদের সংবিধান
সুতারাং নিজামী বা মুজাহীদদেরকে হত্যার মাধ্যমে আমাদেরকে আদর্শকে দমন করা যাবে না যদি আমারেদকে দমন করতে হয় তবে ১৩০কোটি লোকের কলিজা কোরানকে আঘাত করতে হবে ( অবশ্ব্য আওয়ামিলীগ সেটা শুরু করেছে)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File