‘নৌকাকে জয়ী না করলে কাউকে ছাড়ব না’ নরসিংদীর রায়পুরা উপজেলা আ- লীগের সাধারণ সম্পাদকের বানী !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২০ এপ্রিল, ২০১৬, ১০:০৫:৩১ রাত



কার ঠ্যাং ভাঙবেন আর কার হাত ভাঙবেন, তা জানি না। সকাল ১১টার মধ্যে নৌকার প্রার্থীকে জয়ী করতে হবে। নইলে কাউকে ছাড় দেওয়া হবে না। আর নৌকার প্রার্থী জয়ী না হলে আগামী দিনে একটি টাকাও ওই ইউনিয়নের উন্নয়নে দেওয়া হবে না নরসিংদীর রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বলেছেন

গত ১৭ এপ্রিল রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সানজিদা খাতুন নাসিমার নৌকা প্রতীকের পক্ষে কর্মিসভায় এসব কথা বলেন আবদুস সাদেক। মরজাল বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে ওই কর্মিসভা অনুষ্ঠিত হয়।

আবদুস সাদেকের বক্তব্যের অডিও রেকর্ড পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সাদেকের এসব বক্তব্য শুনে সভাস্থল থেকে অনেক নেতাকর্মী নীরবে সভাস্থল ছেড়ে চলে যান।

আবদুস সাদেক রাধানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী। ওই ইউনিয়নে আর কেউ প্রার্থী না হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার অপেক্ষায় আছেন।

সভায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে আবদুস সাদেক বলেন, ‘যদি আপনারা এই আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনীত প্রার্থী নাসিমাকে ভোট দিতে না পারেন, আগামী পাঁচ বছর এই মরজাল ইউনিয়নে একটি টাকাও উন্নয়ন করতে দেওয়া হবে না।নাসিমাকে কীভাবে বিজয়ী করবেন আপনারা জানেন। যেভাবে তাঁকে বিজয়ী করেন আমাদের আপত্তি নেই। কাকে মারবেন, কাকে ধরবেন- আমরা জানি না। আমরা জানি, নৌকা মার্কা বিজয়ী করে আনতে হবে। যদি না আনতে পারেন, আপানাদের দেখব না, আপনাদের কাউকে আমরা ছাড়ব না।’

বিষয়: বিবিধ

১১৪৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366533
২০ এপ্রিল ২০১৬ রাত ১১:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এইটা আর নতুন কি!!!
২০ এপ্রিল ২০১৬ রাত ১১:১২
304068
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ডিজিটাল
366549
২১ এপ্রিল ২০১৬ রাত ১২:৪৬
শেখের পোলা লিখেছেন : নির্বাচণের নামে অযথা সরকারী খরচ নাকরে খেয়াল খুশী মত কামড়াকামড়ি করে ওরা ভাগ করে নিলেই পারে৷ আমার কোন দাবী নেই৷
২১ এপ্রিল ২০১৬ সকাল ১১:১১
304130
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তাইলে ট্যাক্সের টাকাগুলি আত্বস্বাত করার সুযোগ থাকতো না
366556
২১ এপ্রিল ২০১৬ রাত ০১:৩০
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : থলিতে যা থাকে তাই বেড়িয়ে আসে।
২১ এপ্রিল ২০১৬ সকাল ১১:১২
304131
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
366557
২১ এপ্রিল ২০১৬ রাত ০১:৩১
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : তিনি সত্য বলেছেন কোন লোকুচুরি করেন নাই। ওনাদের কাছে যতদিন দেশ থাকবে এমন ঠ্যাং ভাঙা নির্বাচনই আমাদের উপহার দিবেন।
২১ এপ্রিল ২০১৬ সকাল ১১:১২
304132
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
কিন্তু ইতিহাস কথা বলবে নয়কি ! নিশ্চয়
366934
২৪ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:০৩
হতভাগা লিখেছেন : এসব করে আসলে কোন লাভ হচ্ছে না । আওয়ামী লীগ এমনিতেই জিততো । কিছু মাথামোটা নেতাদের কথা ও কাজে আওয়ামী লীগ তথা হাসুবু-জয়ভায়ার বদনাম হচ্ছে ।

আওয়ামী লীগকে এসব ওভার-আওয়ামী লীগারদের থেকে সতর্ক থাকতে হবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File