এক মাসের ব্যবধানে ২৪ জনকে খুন করে ঝিনাইদহকে এক মৃত্যুর উপত্যকাতে পরিণত করেছে।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২০ এপ্রিল, ২০১৬, ০৪:১৩:৫৯ বিকাল

ঝিনাইদহে পুলিশ পরিচয়ে ২৭ জনকে অপহরণ করার পর সেখানে লাশ পাওয়া গেছে ২৩ জনের।

শুধু মাত্র এক মাসের ব্যবধানে ২৪ জনকে একই ভাবে খুন করেছে পুলিশ। সরকার পরিকল্পিত গণহত্যার মাধ্যমে ঝিনাইদহকে এক মৃত্যুর উপত্যকাতে পরিণত করেছে।

নিরীহ ছাত্রদের পরিকল্পিত ভাবে টার্গেট কিলিং কোন পুলিশের কাজ হতে পারেনা। বরং তা গুপ্তঘাতকের কাজ।

একের পর এক নৃশংস হত্যাকান্ডের কারণে পুলিশকে অবৈধ সরকারের গুপ্তঘাতক বাহিনী হিসেবে বিবেচনা করছে জনগণ।

কিন্তু অবৈধ সরকার তার দায়িত্ববোধ ও মানবিকতাকে জলাঞ্জলি দিয়ে নৃশংস হত্যাযজ্ঞা চালিয়ে যাচ্ছে।

পুলিশের এই ধারাবাহিক ও পরিকল্পিত হত্যাকান্ড সরকারের নির্দেশ ছাড়া হতে পারে না বলে জনগণ মনে করে।

সুতরাং পুলিশ কর্তৃক প্রতিটি হত্যাকান্ডের দায় সরকারকেই নিতে হবে। সময়ের ব্যবধানে সরকারের সাথে সাথে পুলিশ নামধারী ঘাতকদেরকেও বিচারের সম্মুখ্যিন হতে হবে। অবিলম্বে এই পরিকল্পিত গণহত্যা বন্ধ করতে হবে।

জাতিসংঘসহ সকল জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে এই হত্যাযজ্ঞ বন্ধে কার্যকরী উদ্যোগ গ্রহণ করার আহবান জানাচ্ছি।

বিষয়: বিবিধ

১০৯১ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366489
২০ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এত সস্তা হয়ে গেল মানুষের জান! ঘৃণা জানাচ্ছি ঘাতকদের প্রতি।
২০ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৮
304050
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : শহীদের রুহের মাগফিরাত কামনা করছি এবং খুনিদেরকে ধিক্কার জানাই
366501
২০ এপ্রিল ২০১৬ রাত ০৮:২৮
শেখের পোলা লিখেছেন : স্বাধীন দেশের স্বাধীন চেতনা৷কিছু বলার চান্স থাকেনা৷
২০ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৯
304052
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সেই জাগায় বলার থাকে যে কিনা সার জাহানের বাদশা
পুরা বিচারটা তার উপর
জালিমশাহীর উপর যেন তার খাচ অভিষাপ নিপতিত হয়
366508
২০ এপ্রিল ২০১৬ রাত ০৮:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খুনিদের সময় ও একদিন আসবে।
২০ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪০
304054
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সেই দিন হয়তো আমাদের ভাইদেরকে পাবনা কিন্তু বাংলার জমিন থেকে খুনি চত্রেকর মুলুতপাটন করে ছাড়ব ইনশাআল্লাহ
366539
২০ এপ্রিল ২০১৬ রাত ১১:৫৩
ক্রুসেড বিজেতা লিখেছেন : স্বাধীন দেশের পরাধীন মানুষ - আতংকাশের ধ্রুব তাঁরা,, যেখানে আছে বিরুদ্ধ মত- সেখানে পুলিশের বিদ্রোহী সাড়া । শুভরাত্রি -ভাইজান, ভালো থাকবেন সর্বদা ।
২১ এপ্রিল ২০১৬ সকাল ১১:১৫
304133
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : স্বাধীনতা তুমি নাকি মানুষকে মুক্তভাবে চলতে বলতে ঘুরতে শিখাও ! তুমি কেমন স্বাধীনতা !
শিখায় কিন্তু সেটা চেতনাবাজরা ছিনতাই করেছে বলে সেটা মানুষ ভোগ করতে পারেনা
ধন্যবাদ ভাইজান
366564
২১ এপ্রিল ২০১৬ রাত ০১:৪২
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : এক মাসে ২৩ খুন?
২১ এপ্রিল ২০১৬ সকাল ১১:১৬
304134
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আতংকর নগরী
ওখানে আমার পরিবার অনেক আতংকের ভিতর দিনাতিপাত করছে
২১ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩১
304176
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : আল্লাহপাক হেফাজত করুন সবাইকে। আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File