এই আমাদের প্রিয় শহীদ নোমানী ভাই ! স্মৃতিতে অস্রু ভিজা রুমাল এবং কিছু স্মৃতি
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৬ এপ্রিল, ২০১৬, ০৪:৪১:০৭ বিকাল
পিতার প্রতিক্রিয়া : নোমানীকে হারিয়েছি তাতে আমার কোন দুঃখ নেই। কাল কিয়ামতের দিন আমার শহীদ সন্তানের সাথে পিতা হিসেবে জান্নাতের সিঁড়িতে দেখা হবে এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।
https://youtu.be/uIPfUX52M4c
https://www.facebook.com/mdharun.rosid.169/videos/221637588194660/
নাম : মো: শরীফুজ্জামান নোমানী
পিতার নাম : মো: হাবিুল্লাহ মাস্টার
সাংগঠনিক মান : সদস্য
সর্বশেষ দায়িত্ব : সেক্রেটারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সর্বশেষ পড়াশুনা : এমএ ইসলামিক স্টাডিজ এমবিএ মার্কেটিং (দ্বিতীয় সেমিস্টার)
শহীদ হওয়ার স্থান : শেরেবাংলা হলের পূর্ব পার্শ্বের প্রাচীরসংলগ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
আঘাতের ধরন : রামদা দ্বারা আঘাত, এতে ডান হাতের বৃদ্ধাঙুল কেটে পড়ে যায় এবং মাথা দ্বিখ-িত হয়। হাসপাতালে নেয়ার পথে তিনি শাহাদাত বরণ করেন।
যাদের আঘাতে শহীদ : ছাত্রলীগ।
শহীদ হওয়ার তারিখ : ১৩ মার্চ ২০০৯ ইং
স্থায়ী ঠিকানা : গ্রাম: আন্ধারিয়া উত্তর পাড়া, থানা : ফুলবাড়ীয়া, জেলা : ময়মনসিংহ।
ভাইবোন : ৪ ভাই ২ বোন। ভাইবোনদের মাঝে তার অবস্থান ছিল পঞ্চম।
পিতা : জীবিত পেশা : শিক্ষক
মাতা : জীবিত পেশা : গৃহিণী
শহীদ নোমানী ভাইয়ের স্মরণীয় কথা : আমাদের পায়ের নিচের মাটি থেকে মাথার ওপরের আসমান পর্যন্ত সকল ক্ষমতাসীন পদে আজ ইসলামবিরোধীরা অবস্থান করছে। তবে ভয় পাবার কিছু নেই আসমানে ওপর যিনি আছেন তিনি আমাদের পক্ষে।
মাতার প্রতিক্রিয়া : আজ আমার নোমানী যদি থাকত আমার বুকের সমস্ত শূন্যতা পূরণ হয়ে যেত। তোমরা বল কী অপরাধ ছিল আমার নোমানীর? সে কি কোন মানুষের ক্ষতি করেছিল? কেন তারা আমার বুকের ধনকে নির্মমভাবে হত্যা করল?
পিতার প্রতিক্রিয়া : নোমানীকে হারিয়েছি আমি। কিন্তু তাতে আমার কোন দুঃখ নেই। কাল কিয়ামতের দিন আমার শহীদ সন্তানের সাথে পিতা হিসেবে জান্নাতের সিঁড়িতে দেখা হবে এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।
বিষয়: বিবিধ
১১৫৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদেরকেও কবুল করো মালিক।
আমীন। আমীন।। আমীন।।।
আল্লাহ আমাদের সকল শহীদ ভাইদেরকে জান্নাতের সর্বউচ্চ স্থান দান করুন
মন্তব্য করতে লগইন করুন