রাজাকারের ফেস্টুনের পর হাসিনার সামনের এজেন্ডা কি খালেদা-তারেক !!! ^^
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩০ মার্চ, ২০১৬, ০২:৩৪:৩৪ দুপুর
অনুষ্টান হলে সেখানে বলতেই হবে রাজাকারের ফাসি চাই
পার্টির মিটিং হবে নির্বাচন সংক্রান্ত, সেখানেও রাজাকারের ফাসি চাই,
পথ সভা হবে বিদেশ যাওয়ার মুহুর্তে সেখানেও রাজাকারের ফাসি চাই,
হাসিনার বাবার জন্ম দিন কেক কাটার মুহুর্তেও রাজাকারের ফাসি চাই।
হাসিনার দল বা দলের নেতাদের অনুষ্টানের বেলুন ফেস্টুনের গায়ে রাজাকারের ফাসি চাই লিখতে লিখতে কালির রং পরিবর্তন হয়েছে ।
ফলাফল যে আওয়ামিলীগ পায়নি তা নয় , টার্গেটকৃত প্রায় সবাইকে বলির পাঠা বানাইতে সক্ষম হইয়াছে।
বাকি কিছু বর্তমানে অক্ষত থাকলেও কয়েক মাসের ভিতর হয়তো তাদেরকেও নিশানায় পরিনত করবে।
বড় বড় রাজাকার( তাদের ভাষায়) জীবনাবসান ঘটাবে ।
তারপর !
কি আর এজেন্ডা বাকী আছে আগামি দিনে ?
আমার ধারনা আগামির এজেন্ডা হবে খালেদা এবং তারেক।
রাজনৈতিক ভুলের মাসুল কিন্তু অনেক বড় ।
বিশেষ করে যেই রাজনৈতিক দলের জন্ম ধর্মহীন মতাদর্শের উপর সেই সকল রাজনৈতিক আদর্শ কোন প্রকারে একবার রাজনৈতিক ভুল হলে দলের অপমৃত্যু অবধারিত।
জামায়াতের আংশিক বা বড় ক্ষতি হবে/ হয়েছে জানি। এটাও জানি সেই ক্ষতি পুরন হবে কিন্তু জামায়াত দেওলিয়া হবে না ।
বিএনপি বা আওয়ামিলীগ যদি জামায়াতের বর্তমান অবস্থায় পতিত হতো হয়তো এখনকার সময়ে তাদের পক্ষে কথা বলার জন্য একজন নেতাও টর্চলাইটের আলোতে খুজে পাওয়া যেত না
হাসিনা যেই এজেন্ডা নিয়েই সামনে আসুক না কেন তার যে ক্ষমতার শেষ প্রান্তে আগমন তাতে এমন বেশী সন্দেহ নাই
ইনশাআল্লাহ আমরা বর্তমানে অন্ধকারে আছি অচিরেই কেটে যাবে এবং জালিমশাহীর মসনদ উল্টানোর দৃশ্য দেখতে পাবো । আমিন
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার ধারনা সঠিক । খালেদাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে । উনি মনে হয় এটাই চান।
http://epaper.prothom-alo.com/
আর তারেক এর মাজা ১/১১ ওয়ালারা ভেঙ্গে দিয়ে গেছেন । ও আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না ।
নতুন এজেন্ডা নিয়ে লেডি হিটলার আবার আমাদের সামনে অবতির্ন হবে
তেমন অবস্থাই প্রাপ্য যেমনটি হিটলারের বরাতে হয়েছিল এবং সেটা পাওনা এখন সময়ের ব্যাপার
মন্তব্য করতে লগইন করুন