আরও ২ বিলিয়ন রিজার্ভ চুরির গুঞ্জন !! ৮১ মিলিয়নের ক্ষত এখনো ভিজা আবারও ''''''!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ মার্চ, ২০১৬, ০৯:১০:১৩ রাত



৮১ মিলিয়ন ডলার রিজার্ভ চুরির পর ফের আরো ২ বিলিয়ন ডলার রিজার্ভ চুরির গুঞ্জন উঠেছে।

মতিঝিল ব্যাংক পাড়া থেকে সচিবালয়ে এধরনের গুঞ্জন বৃহস্পতিবার ছিল টক অব দি ডে। রিজার্ভ থেকে আরো ২ বিলিয়ন ডলার ইরান এবং জার্মানির রিজার্ভ ব্যাংকে রাখা ছিল।

ধারণা করা হচ্ছে ইরান এবং জার্মানির রিজার্ভ ব্যাংক থেকে গত ফেব্রুয়ারি মাসের কোন এক সময় হ্যাকাররা তা হ্যাক করে নিয়ে গেছে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান এবং নির্বাহী পরিচালক ও মূখপাত্র গণমাধ্যমকে জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে ১০১ মিলিয়ন ডলার হ্যাকাররা চুরি করে নিয়ে যায়। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ জানার পরেও গোপন রাখার চেষ্টা করেন এবং গোপনে টাকা উদ্ধারের তৎপরতা চালায়।

১ মাস পর ফিলিপাইনের ‘ডেলি ইনকয়ার’ নামের একটি পত্রিকায় খবরটি প্রকাশিত হলে বাংলাদেশের গণমাধ্যম খবরটি প্রকাশ করে। তবে ২ বিলিয়ন অর্থ হ্যাকিং সম্পর্কে যে গুঞ্জন শোনা যাচ্ছে তার সত্যতা কোন সূত্র নিশ্চিত করেনি

সংগ্রহিত ;-http://www.amadershomoys.com/unicode/2016/03/24/87821.htm#.VvPp-dJ974Y

বিষয়: বিবিধ

৮৬৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363519
২৪ মার্চ ২০১৬ রাত ০৯:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিলিয়ন কি আর আমরা গুনতে জানি!!!!
২৫ মার্চ ২০১৬ দুপুর ০১:২৭
301410
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : চোরদের সর্দার আবুল মালের কাছে ২ বিলিয়ন টাকাও তেমন বেশী না !!!Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
363639
২৬ মার্চ ২০১৬ সকাল ০৮:৪৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : প্রবন্ধ - মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি, বিষয়- স্বাধীনতা রক্ষায় আমাদের করণীয়

লেখাটা আজ দুপুরের আগেই পোস্ট করুন প্লিজ!
২৭ মার্চ ২০১৬ বিকাল ০৪:৪৬
301615
গাজী সালাউদ্দিন লিখেছেন : ২৭ মার্চ রবিবার বাংলাদেশ সময় সন্ধা ৭ টার আয়োজনে সকলের অংশগ্রহন কামনা করি। পরিচালক (গাজী সালাউদ্দিন) পোস্ট দেয়ার সাথে সাথে অন্যরা মন্তব্যের ঘরে অর্পিত দায়িত্ব আন্জাম দেব। পরিচালক তার পোস্টে ব্লগারের নামসহ এগুলো যোগ করে সবগুলোকে এক পোস্টে রুপায়িত করবেন।
363983
২৯ মার্চ ২০১৬ দুপুর ১২:৪৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : করেছি ভাই জান কালকেই শেষ করেছি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File