সভ্য ভারতের অসভ্যতা ! Cheer Cheer ডাইনি সন্দেহে ১ বছরে ১৫৬ জনকে হত্যা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৭ মার্চ, ২০১৬, ০৫:৩৫:৩৩ বিকাল



সভ্যতার সবুজ পতাকা যখন মুক্ত আকাশে পতপত করে উড়তেছে ঠিক তখনও আমাদের প্রতিবেশীরা ডাইনি অপবাদে মারধোর বা হত্যার ঘটনা ঘটিয়েই চলেছে দেশের বিভিন্ন প্রান্তে।

আমাদের দেশের নারকাটা বুদ্ধিজীবিরা যখন ভারত বন্ধনার উতসব পালন করছে তখন ভারতের পত্রপত্রিকায় ফলাও করে প্রচার করছে সেই সব জঘন্য অপরাধের হিসেব।

এই নারকীয় ঘটনার জলন্ত উদাহরণ ঝাড়খন্ড রাজ্য।

২০১২ সাল থেকে ২০১৪ সালের মধ্যে মোট ১২৭ জনকে ডাইনি সন্দেহে হত্যা করা হয়েছে।

বুধবার রাজ্য সভায় ওঠা প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হরিভাই পারাথিভাই চৌধুরি জানিয়েছেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী ঝাড়খন্ডে

১- ২০১২ সালে ডাইনি সন্দেহে হত্যা করা হয়েছে ২৬ জনকে,

২- ২০১৩ সালে হত্যা করা হয়েছে ৫৪ জনকে এবং

৩- ২০১৪ সালে হত্যা করা হয়েছে ৪৭ জনকে।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র ২০১৪ সালের তথ্য অনুযায়ী আদিবাসী অধ্যুষিত ঝাড়খন্ডে ডাইনি সন্দেহে হত্যার সংখ্যা সারা ভারতের প্রায় ৩০ শতাংশ।

এছাড়াও ওড়িষ্যায় ডাইনি সন্দেহে খুনের সংখ্যা ৩২, মধ্যপ্রদেশে ২৪ এবং ছত্তিশগড়ে ১৬। সারা ভারতে মোট ১৫৬টি হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে ২০১৪ সালে। সূত্র : টাইমস অব ইনডিয়া

বিষয়: বিবিধ

১০৫৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362753
১৭ মার্চ ২০১৬ বিকাল ০৫:৫০
কুয়েত থেকে লিখেছেন : বাংলাদেশের বুদ্ধি বিক্রীতাদের জন্য ভারতের কোন অপরাধই অপরাধ নয়। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
১৭ মার্চ ২০১৬ বিকাল ০৫:৫৮
300678
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও্র ধন্যবাদ
362758
১৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওরা ডাইনী মারছে, প্রতিবাদ করবে কেন! মানুষ মারলে প্রতিবাদ কর্তো
১৭ মার্চ ২০১৬ রাত ০৮:৪০
300690
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Applause Applause
362769
১৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫৬
শেখের পোলা লিখেছেন : জয় হিন্দ,৷
১৭ মার্চ ২০১৬ রাত ০৮:৪০
300691
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
362778
১৭ মার্চ ২০১৬ রাত ০৮:৫১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
১৭ মার্চ ২০১৬ রাত ০৮:৫৩
300692
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck ধন্যবাদ
362792
১৭ মার্চ ২০১৬ রাত ১১:১৫
দ্য স্লেভ লিখেছেন : গুরুর দেশ বলে কথা...বাগানে ইয়ে করলেও সভ্যতা...
১৮ মার্চ ২০১৬ রাত ১২:০২
300700
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Crying Crying Crying Crying Crying ধন্যবাদ
362800
১৮ মার্চ ২০১৬ রাত ০২:৫৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ বড় ভাইয়া।

কর্তার ইচ্ছায় কর্ম বলে কথা।

চমৎকার লিখনী। জাজাকাল্লাহু খাইর।
১৮ মার্চ ২০১৬ দুপুর ০১:২৩
300732
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওরা ডাইনি বলে পিটিয়ে মারছে এখন ওদেরটা আমাদের মডেল হবে হয়তো , তাইতো যেনতেন যাচাই করেই অপরাধী বানাইয়া ফাসির কাষ্টেও দিতেছে হায়েনারা
আপনাকে অনেক ধন্যবাদ
362807
১৮ মার্চ ২০১৬ সকাল ০৯:২২
এ,এস,ওসমান লিখেছেন : বাস্তবেই এটা হাস্যকর।এই বিংশ শতাব্দীতে এসেও তারা আজ ডাইনি খুঁজে।
১৮ মার্চ ২০১৬ দুপুর ০১:২৪
300733
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এর পরেও আামাদের বুদ্ধির ব্যাবসায়ীরা কথায় কথায় ওদের উদাহরন সামনে আনে
আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File