সভ্য ভারতের অসভ্যতা ! ডাইনি সন্দেহে ১ বছরে ১৫৬ জনকে হত্যা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৭ মার্চ, ২০১৬, ০৫:৩৫:৩৩ বিকাল
সভ্যতার সবুজ পতাকা যখন মুক্ত আকাশে পতপত করে উড়তেছে ঠিক তখনও আমাদের প্রতিবেশীরা ডাইনি অপবাদে মারধোর বা হত্যার ঘটনা ঘটিয়েই চলেছে দেশের বিভিন্ন প্রান্তে।
আমাদের দেশের নারকাটা বুদ্ধিজীবিরা যখন ভারত বন্ধনার উতসব পালন করছে তখন ভারতের পত্রপত্রিকায় ফলাও করে প্রচার করছে সেই সব জঘন্য অপরাধের হিসেব।
এই নারকীয় ঘটনার জলন্ত উদাহরণ ঝাড়খন্ড রাজ্য।
২০১২ সাল থেকে ২০১৪ সালের মধ্যে মোট ১২৭ জনকে ডাইনি সন্দেহে হত্যা করা হয়েছে।
বুধবার রাজ্য সভায় ওঠা প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হরিভাই পারাথিভাই চৌধুরি জানিয়েছেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী ঝাড়খন্ডে
১- ২০১২ সালে ডাইনি সন্দেহে হত্যা করা হয়েছে ২৬ জনকে,
২- ২০১৩ সালে হত্যা করা হয়েছে ৫৪ জনকে এবং
৩- ২০১৪ সালে হত্যা করা হয়েছে ৪৭ জনকে।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র ২০১৪ সালের তথ্য অনুযায়ী আদিবাসী অধ্যুষিত ঝাড়খন্ডে ডাইনি সন্দেহে হত্যার সংখ্যা সারা ভারতের প্রায় ৩০ শতাংশ।
এছাড়াও ওড়িষ্যায় ডাইনি সন্দেহে খুনের সংখ্যা ৩২, মধ্যপ্রদেশে ২৪ এবং ছত্তিশগড়ে ১৬। সারা ভারতে মোট ১৫৬টি হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে ২০১৪ সালে। সূত্র : টাইমস অব ইনডিয়া
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কর্তার ইচ্ছায় কর্ম বলে কথা।
চমৎকার লিখনী। জাজাকাল্লাহু খাইর।
আপনাকে অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন