গুপ্তাঙ্গের লোম পরিস্কার করার শরয়ী বিধান কি ? কত দিন পর পর গুপ্তাঙ্গের লোম পরিস্কার করতে হবে ?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১০ মার্চ, ২০১৬, ১২:৩১:০৮ দুপুর
গুপ্তাঙ্গের লোম পরিস্কার করার মত একান্ত ব্যক্তিগত ও সামান্য বিষয়ও ইসলামের জীবন বিধানের আওতাভুক্ত।
ইসলাম ছোট খাট ব্যক্তিগত ব্যাপার থেকে নিয়ে আন্তর্জাতিক সকল সমস্যার সমাধান প্রদান করেছে। হতভাগা আমরা বুঝতে পারি না, ইসলাম আল্লাহর কত বড় নিয়ামত।
ইসলামী জীবন বিধানে গুপ্তাঙ্গের লোম পরিস্কারের প্রতি জোর তাগিদ আরোপ করা হয়েছে। সকল নবীর সুন্নাত।
আমরা জানি মানুষের শরীরের যে সমস্ত জায়গায় অধিক পরিমাণে ও দ্রুত ময়লা জমে থাকে নাভীর নিম্নদেশ তার মধ্যে উল্লেখযোগ্য স্থান। আমরা এ স্থান প্রতিদিন পরিস্কার করে থাকলেও গুপ্তাঙ্গের লোমের গোড়ায় ধীরে ধীরে ময়লার যে সূক্ষ্ম আস্তরণ জমে তা কিন্তু পরিস্কার করা সম্ভব হয়না। এজন্যই ইসলাম অনূর্ধ চল্লিশ দিনের মধ্যে একবার মুণ্ডন করার বা যেকোন উপায়ে বিনাশ করার নির্দেশ দিয়েছে।
“পাঁচটি বিষয় নবীদের সুন্নাতসমূহের অন্তর্ভুক্তঃ গুপ্তাঙ্গের লোম পরিস্কার করা , খৎনা করা , গোঁফ খাট করা , নখ কাটা। মুসলিম শরীফের হাদীসেও এরূপ কথা আয়েশা (রাঃ) হতে বর্ণিত হয়েছে।
এবং দশটি বিষয় সকল নবীদের সুন্নাত। সে দশটির মধ্যে গুপ্তাঙ্গের লোম পরিস্কার করা কথাও উল্লেখ করেছেন।
গুপ্তাঙ্গের লোম পরিস্কার করার বিধানঃ
আমাদের মাঝে অনেকে মনে করেন-গুপ্তাঙ্গের লোম পরিস্কার করা ফরয। চল্লিশ দিন পার হয়ে গেলে নামায রোযা কিছুই কবুল হবে না। আসলে অতি সতর্কবোধ থেকে এ ধারণা জন্ম হয়েছে। সতর্কতা অবশ্যই বাঞ্ছনীয় এ প্রশংসনীয়। কিন্তু আমাদের প্রচলিত ধারণাটি ভুল।
সকল সাহাবা, তাবেয়ীন ও অধিকাংশ উলামাদের মতে গুপ্তাঙ্গের লোম পরিস্কার করা সুন্নাত। গুপ্তাঙ্গের লোম পরিস্কার না করে চল্লিশ দিন অতিবাহিত করা মাকরূহ (ঘৃণিত ব্যাপার)। নাইলুল আওতার প্রণেতা আল্লামা শাওকানী (রহঃ) বলেনঃ
“যৌনকেশ মুণ্ডন করা সুন্নাত হওয়ার ব্যাপারে সবাই একমত”।
এখানে সবাই একমত বলতে সকল সাহাবী ও তাবেয়ীনদের বুঝানো হয়েছে।
মুন্ডন করার মেয়াদঃ মুণ্ডন করার নির্দিষ্ট সর্বোচ্চ মেয়াদ হল চল্লিশ দিন। যেমন সহীহ হাদীস থেকে প্রমাণিত হয়ঃ
“আনাস (রাঃ) বলেনঃ আমাদের জন্য গোঁফ কাটা, নখ কাটা, বগলের লোম উপড়িয়ে ফেলা ও যৌনকেশ মুণ্ডন করার ব্যাপারে সময় নির্ধারণ করে দেয়া হয়েছে, তা হচ্ছে চল্লিশ দিন। (মুসলিম, ইবনু মাযাহ)”
সংগ্রহিত
কোন ভুল হাদিছের উদারহন লিখা থাকলে দয়া করে জানাবেন
বিষয়: বিবিধ
২৬৪৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন