জোনাকিরা কেন জ্বলে জানেন কি ? রাতের অন্ধকারে পথ দেখার জন্য কিন্তু জ্বালে না। সৃষ্টির রহস্যভরা দুনিয়া----

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৯ মার্চ, ২০১৬, ০৩:২৭:১৬ দুপুর



আল্লাহর সৃস্টিজগতে কত রকম রহস্যভরা বস্তু আছে তার কতটাইবা মানবকুল জানতে পেরেছে ?

আসুন আমরা একটা ছোট্ট সৃষ্টি সম্পর্কে জেনে নেই:-যেটার নাম জোনাকী পোকা।

জোনাকিরা কিন্তু অবিরাম আলো জ্বালায় না। কখনও আলো জ্বলে আবার কখনও নিভে।

কিন্তু কেন ওরা আলো জ্বালে সেটাই রহস্য!

যখন আলো জ্বলে তখন সেই আলো থেকে তাপও উৎপন্ন হয়।

তাহলে, জোনাকি কীভাবে এই তাপ সহ্য করে? আলো জ্বালাতে গিয়ে জোনাকি পুড়ে যায় না কেন? আসলে জোনাকির আলো একেবারে ঠাণ্ডা। তাই নিজের আলোয় জোনাকি পুড়ে যায় না।

জোনাকির শরীরের পেছনের দিকে আলো তৈরির উৎস আছে। এর ভেতরে থাকে দুই ধরনের রাসায়নিক পদার্থ। লুসিফেরাস ও লুসিফেরিন।

লুসিফেরাস জোনাকি পোকার খাদ্য শক্তিকে কাজে লাগিয়ে আলো ও তাপশক্তি উৎপন্ন করে। অন্যদিকে, লুসিফেরিন উৎপন্ন তাপকে ঠাণ্ডা করে সেগুলোকে আলোতে পরিণত করে। উৎপন্ন আলোর বিচ্ছুরণ ঘটানোর কাজটাও করে লুসিফেরিন।

জোনাকি পোকা রাতের অন্ধকারে পথ দেখার জন্য আলো জ্বালে না। জোনাকির আলো হচ্ছে তার ভাষা। মানুষ যেমন নিজের মনের কথা আরেক জনকে বোঝানোর জন্য কথা বলে; জোনাকিও ঠিক সেই কাজটিই করে।

বেশিরভাগ কীট-পতঙ্গই মুখ দিয়ে শব্দ করতে পারে না। কেউ ডানা ঝাপটে, কেউ পা দিয়ে শব্দ করে ভাবের আদান-প্রদান করে। জোনাকি কিন্তু সেটাও করতে পারে না।

তাই ভাব বিনিময়ের জন্য জোনাকির একমাত্র মাধ্যম হলো তার এই আলো। এভাবে আলো জ্বালিয়ে নিভিয়ে অন্যদের কাছে তারা সঙ্কেত পাঠিয়ে ভাব বিনিময় করে। পুরুষ জোনাকিগুলো উড়তে উড়তে আলো জ্বলে। সঙ্কেত পাঠায় স্ত্রী জোনাকির উদ্দেশ্যে। স্ত্রী জোনাকিরা তখন ঝোপের আগায় কিংবা ঘাসের ওপর বসে থাকে। পুরুষ জোনাকির সঙ্কেত এসে ধরা পড়ে তাদের মস্তিষ্কে। স্ত্রী জোনাকিরা তখন আলো জ্বালিয়ে পুরুষ জোনাকির সঙ্কেতের জবাব দেয়।

বিজ্ঞানের খবরাখবর থেকে সংগ্রহিত

বিষয়: বিবিধ

১৫৭১ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361963
০৯ মার্চ ২০১৬ বিকাল ০৫:৫৫
কুয়েত থেকে লিখেছেন : সোবহানাল্লাহ! আল্লাহর কি কুদরতী নেজাম তারপরেও মানুষ নাস্তিক হয় কি করে? লেখাটি অত্যান্ত ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
০৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩১
299943
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
361977
০৯ মার্চ ২০১৬ রাত ০৮:১৩
শেখের পোলা লিখেছেন : অপার মহীমা তার,কে বা পারে ভেদ করিবার৷
০৯ মার্চ ২০১৬ রাত ০৮:৪৬
299950
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সত্য কথা
ধন্যবাদ
361980
০৯ মার্চ ২০১৬ রাত ০৮:৪৮
আফরা লিখেছেন : ভাইয়া দেখেন আপনার জন্য একটা জোনাকি পোকা ধরে এনেছি ।


০৯ মার্চ ২০১৬ রাত ০৮:৪৯
299951
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : চমতকার আপু
আপনাদের পশ্চিম ইউরোপেও কি এই পোকা পাওয়া যায়
০৯ মার্চ ২০১৬ রাত ০৮:৫৪
299952
আফরা লিখেছেন : আমি কখনো দেখিনি ভাইয়া ,শীতের দেশতো পোকা মাকড় একটু কমই আছে ।
361986
০৯ মার্চ ২০১৬ রাত ০৯:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।
০৯ মার্চ ২০১৬ রাত ১১:৫৭
299961
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ
362004
১০ মার্চ ২০১৬ রাত ০১:৫৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

চমৎকার তথ্যসমৃদ্ধ পোস্টের জন্য শুকরিয়া! জোনাকি আমারো খুব প্রিয়...
১০ মার্চ ২০১৬ সকাল ১১:২৫
299988
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুমসালাম
আপনাকে অনেক ধন্যবাদ কষ্টকরে আমার লেখাটি পড়ার জন্য
362014
১০ মার্চ ২০১৬ সকাল ০৬:০২
পললব লিখেছেন : গ্রামে থাকার সুবাদে কত জোনাকি পোকা রাতে মেরে টিপ পরেছি কিংবা পরিয়ে দিয়েছি।ভালো লাগল। ধন্যবাদ।
১০ মার্চ ২০১৬ সকাল ১১:২৫
299989
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File