হাসিনা ক্রিকেট প্রেমী ! পাকিস্তান বাংলাদেশের খেলাতে । ভারত বাংলাদেশের খেলাতে প্রেমের ভাটা পড়ে কেন?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৫ মার্চ, ২০১৬, ০৬:১৭:২২ সন্ধ্যা
২০১৫ সাল বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জলতম বছর ।
আমাদেরশের দেশের আওয়ামিলীগের প্রধানমন্ত্রী কিন্তু ক্রিকেট প্রেমী বলে তাদের ঘরানা পত্রিকা এবং মিডিয়া প্রচার করেছেন। আমরা স্বাগতম জানাই এমন প্রেমকে।
কিন্তু যদি সেই প্রেমটা শুধু পাকিস্তানের বেলাতে হয় আর ভারতের বেলাতে প্রেমের ভাটা পড়ে !
বিগত দিনে আমরা দেখেছিলাম পাকিস্তান বাংলাদেশের সিরিজ চলা কালিন আওয়ামিলীগের প্রধানমন্ত্রী হাসিনা পতাকা নেড়ে নিজের পৈত্রিক সম্পদ হিসেবে মিডিয়ার সামনে জাহির করেছিল।
কিন্তু তারপর আমরা দেখলাম ঠিক তার উল্টাটা।
ভারত বাংলাদেশেল সিরিজ চলার সময় আমাদের দুর্দান্ত পারফর্মের পরেও হাসিনা ক্রিকেটের প্রেম দেখাতে মাঠে যায়নি
ছিঃছিঃ
আমরা কারোর তোষামোদ করতে জানিনা । নিজেদের শক্তিতে চলতে চাই এবং বাচতে চাই।
আপনি আন্দাকে হাইকোট দেখাতে সক্ষম হলেও দেশের বাকী লোকদেরকে কিন্তু সেটা পারবেন না
আপনার ক্রিকেট প্রেম উজ্জল হোক সাথে সাথে মানুষের জীবনও যেন প্রেমের সারিতে আসে বন্দুক অনেক ব্যাবহার করেছেন এখন একটু খ্যান্ত করুন দয়া করুন
বিষয়: বিবিধ
১২৩৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
যেই দেশের শতকরা ৬৮% লোক আজও জঙ্গলে পায়খানা করে
মন্তব্য করতে লগইন করুন