হাসিনা ক্রিকেট প্রেমী ! পাকিস্তান বাংলাদেশের খেলাতে । ভারত বাংলাদেশের খেলাতে প্রেমের ভাটা পড়ে কেন?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৫ মার্চ, ২০১৬, ০৬:১৭:২২ সন্ধ্যা



২০১৫ সাল বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জলতম বছর ।

আমাদেরশের দেশের আওয়ামিলীগের প্রধানমন্ত্রী কিন্তু ক্রিকেট প্রেমী বলে তাদের ঘরানা পত্রিকা এবং মিডিয়া প্রচার করেছেন। আমরা স্বাগতম জানাই এমন প্রেমকে।

কিন্তু যদি সেই প্রেমটা শুধু পাকিস্তানের বেলাতে হয় আর ভারতের বেলাতে প্রেমের ভাটা পড়ে !

বিগত দিনে আমরা দেখেছিলাম পাকিস্তান বাংলাদেশের সিরিজ চলা কালিন আওয়ামিলীগের প্রধানমন্ত্রী হাসিনা পতাকা নেড়ে নিজের পৈত্রিক সম্পদ হিসেবে মিডিয়ার সামনে জাহির করেছিল।

কিন্তু তারপর আমরা দেখলাম ঠিক তার উল্টাটা।

ভারত বাংলাদেশেল সিরিজ চলার সময় আমাদের দুর্দান্ত পারফর্মের পরেও হাসিনা ক্রিকেটের প্রেম দেখাতে মাঠে যায়নি

ছিঃছিঃ

আমরা কারোর তোষামোদ করতে জানিনা । নিজেদের শক্তিতে চলতে চাই এবং বাচতে চাই।

আপনি আন্দাকে হাইকোট দেখাতে সক্ষম হলেও দেশের বাকী লোকদেরকে কিন্তু সেটা পারবেন না

আপনার ক্রিকেট প্রেম উজ্জল হোক সাথে সাথে মানুষের জীবনও যেন প্রেমের সারিতে আসে বন্দুক অনেক ব্যাবহার করেছেন এখন একটু খ্যান্ত করুন দয়া করুন

বিষয়: বিবিধ

১২৩৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361471
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:৩৪
শেখের পোলা লিখেছেন : ছোটবেলায় বলতাম, নিজের বেলায় আঁটি আঁটি আর পরের বেলায় দাঁত কপাটি৷ পাকিস্তান আমাদের শত্রু(হোকনা আমাদের মাবাবারা পাকিস্তানী ছিলেন) তাই যে কোন ভাবে হোক তাদের বিপক্ষে যেতে হবে৷ আর ভারত আমার দাদার দেশ,তার দুঃখ সইতে পারিনা৷ একজন পাকিস্তানী ক্রিকেট প্রেমীকে ঢাকার মাঠে এ জন্যই হেনস্থা হতে হয়েছে৷ বুঝুন এখন৷ ধন্যবাদ৷
০৫ মার্চ ২০১৬ রাত ১১:৪৭
299609
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দেশ প্রেম এবং ক্রিকেট প্রেম !
Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
ধন্যবাদ
361520
০৫ মার্চ ২০১৬ রাত ০৯:৩৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : মন্দ বলেন নাই
০৫ মার্চ ২০১৬ রাত ১১:৪৮
299610
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ
361531
০৫ মার্চ ২০১৬ রাত ১০:১৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সবকিছুতে সমালোচনা কিছু মানুষের জন্মগত স্বভাব। এটা আমাদেরকে ছাড়তে হবে।
০৫ মার্চ ২০১৬ রাত ১১:৪৯
299612
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কোনটা আলোচনা আর কোনটা সমালোচনা সেটা যারা বুঝতে অক্ষম তারাই শুধু এই কথা বলতে পারে
361565
০৬ মার্চ ২০১৬ সকাল ০৭:৫৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আশা করি আজ পুরনো অপবাদ মুছে ফেলতে মাটে হাজির হবেন।
০৬ মার্চ ২০১৬ দুপুর ০১:৪০
299646
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভবিষ্যত বলবে
আপনাকে অনেক ধন্যবাদ
361576
০৬ মার্চ ২০১৬ সকাল ০৯:৪৬
হতভাগা লিখেছেন : ভারতের সাথে বেয়াদপী করার সাহস বাংলাদেশের কখনও ছিল না , আজকের ফাইনালে সেটা তো আরও বেশী করে খাটে।
০৬ মার্চ ২০১৬ দুপুর ০১:৪১
299647
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভারত এতবড় আদবের দেশ !Talk to the hand Talk to the hand Talk to the hand Talk to the hand Talk to the hand Talk to the hand
যেই দেশের শতকরা ৬৮% লোক আজও জঙ্গলে পায়খানা করে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File