আজ ৭ দিন পরে আবার ব্লগে ঢুকতে পেরেছি । বাতিল আমাদেরকে আক্রমন করেছিল কিনা তাই

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৫৩:৪৪ সকাল



বাতিল আবারও আমাদের কলিজায় ছুরি মেরেছিল বলে মনে হয়েছে।

দির্ঘ ৭ দিন পরে অনেক কষ্টে আমাদের প্রিয় ব্লগে ঢুকতে পেরেছি খুব ভাল লাগছে

বাতিল তুমি কত দিন তোমার অপরাধের সমালোচনাকারীদেরকে ময়দান থেকে দুরে রেখে সুখে থাকবা বলে মনে করো > তোমরা তো সামান্য লেজকাটা কাঠবিড়ালীর মতো বা তার চেয়েও অধম , সাদ্দামের দেশে এমন কোন মার পুত ছিল না যে সাদ্দামের সমালোচনা করে বেচে যেতে পারতো অনুরুপ গাদ্দাফীর দেশের অবস্থাও তেমন ছিল ।

আজকে তাদের অবস্থা চিন্তা করো বাতিল।

হায়েনার মতো বেগুনাগারদেরকে হত্যা গুম করেই কি নিজেকে সাদা রাখতে পারবা বা আমাদের কথাকে স্তব্ধ করেই বেচে যাবা ভাবছো ?

তাহা হলে বোকার রাজ্যে বসবাস করছো

সময় বলে দিবে সব সত্য কি কি

বিষয়: বিবিধ

১১৫০ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360561
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:০২
দুষ্টু পোলা লিখেছেন : বাকশাল সাইটটা বক্ল করে বার বার
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:০৫
298804
আফরা লিখেছেন : মুডু ভাইয়া ভাল হয়ে যান !!
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:০৭
298805
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বাংলার জনগন ওদের মুল উতপাটনের অপেক্ষায় আছে
ধন্যবাদ
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:১৫
298807
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আফরা আপু মুডু মানে কি
360566
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:০৬
আফরা লিখেছেন : তাইতু ভাবছিলাম ব্লগে পোষ্ট এত কম কেন !! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

কেমন আছেন ভাইয়া ?
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:১৪
298806
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনি কি খুশি ছিলেন ! আমাদের অনেক ভাই ব্লগে এখনো ঢুকতে পারেনি
আপা আপনি হাসছেন
360569
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৪১
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিও বিষয়টি লক্ষ করেছি, আমারও সমস্যা হয়েছিল ঢুকতে, তবে আমি নানান কায়দা কানুন করে ঢুকতে পারি। তাই সমস্যা হয় না।

এইরকম ভবিষ্যতেও যদি হয়ে থাকে তাহলে টর ব্রাউজার দিয়ে ঢোকার চেষ্টা করবেন, তাতেও যদি কাজ না হয়, গুগোল ক্রুম ব্যবহার করবেন, তাতেও যদি কাজ না হয় তাহলে আল্ট্রাসার্ফ নামে একটা এড অন্স আছে, তা ইন্সটল করে গুগোল ক্রোম দিয়ে ব্যবহার করলে আশা করা যায় রোগ নিরাময় হবে। রোগ ভালো না হলে দায় দায়িত্ব আমার নয়!

যাক, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন আমাদের মিষ্টি মুখ করতে ভুলে গেলে চলবে!
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৫১
298810
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সুন্দর পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ

360571
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৫৮
নাবিক লিখেছেন : আবারো ডোমেইন নেম চেঞ্চ করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:০৭
298811
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি ভাই
ব্লগে ঢোকার পরে দেখলাম
ধন্যবাদ
360583
২৭ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বারবার সরকারি আক্রমন এর মুখেও যে এই ব্লগটাকে অনেক কষ্টে মডারেটর রা বাচিয়ে রেখেছেন এটাই তাদের কৃতিত্ব।
২৭ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৪৮
298839
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ ব্লগ এ্যাডমিনদের জ্ঞানের পরিধি আরো বৃদ্ধি করুক
আমিন
360592
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:২৯
আব্দুল গাফফার লিখেছেন :

আসিতেছে শুভ দিন
সুদিতে হইবে ঋণ
360599
২৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১০
শেখের পোলা লিখেছেন : হাঁ ভাই, আমিও একদিন পর এসেছিলাম৷ এখন এটা গা সওয়া হয়ে গেছে৷ ধন্যবাদ৷
360646
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৪১
হতভাগা লিখেছেন : ব্লগে হাসুবু , জয় ভায়ার নামে উল্টা পাল্টা লিখিয়েদের মধ্যে আপনি অন্যতম । ভাগ্য ভাল যে বিদেশ বিভূঁইয়ে আছেন , নইলে ......
360648
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৫২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঠিক বলেছেন Happy) Happy) Happy) Happy) Happy) Happy) Happy) Happy) Happy)
আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File