আজ ৭ দিন পরে আবার ব্লগে ঢুকতে পেরেছি । বাতিল আমাদেরকে আক্রমন করেছিল কিনা তাই
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৫৩:৪৪ সকাল
বাতিল আবারও আমাদের কলিজায় ছুরি মেরেছিল বলে মনে হয়েছে।
দির্ঘ ৭ দিন পরে অনেক কষ্টে আমাদের প্রিয় ব্লগে ঢুকতে পেরেছি খুব ভাল লাগছে
বাতিল তুমি কত দিন তোমার অপরাধের সমালোচনাকারীদেরকে ময়দান থেকে দুরে রেখে সুখে থাকবা বলে মনে করো > তোমরা তো সামান্য লেজকাটা কাঠবিড়ালীর মতো বা তার চেয়েও অধম , সাদ্দামের দেশে এমন কোন মার পুত ছিল না যে সাদ্দামের সমালোচনা করে বেচে যেতে পারতো অনুরুপ গাদ্দাফীর দেশের অবস্থাও তেমন ছিল ।
আজকে তাদের অবস্থা চিন্তা করো বাতিল।
হায়েনার মতো বেগুনাগারদেরকে হত্যা গুম করেই কি নিজেকে সাদা রাখতে পারবা বা আমাদের কথাকে স্তব্ধ করেই বেচে যাবা ভাবছো ?
তাহা হলে বোকার রাজ্যে বসবাস করছো
সময় বলে দিবে সব সত্য কি কি
বিষয়: বিবিধ
১১৫০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
কেমন আছেন ভাইয়া ?
আপা আপনি হাসছেন
এইরকম ভবিষ্যতেও যদি হয়ে থাকে তাহলে টর ব্রাউজার দিয়ে ঢোকার চেষ্টা করবেন, তাতেও যদি কাজ না হয়, গুগোল ক্রুম ব্যবহার করবেন, তাতেও যদি কাজ না হয় তাহলে আল্ট্রাসার্ফ নামে একটা এড অন্স আছে, তা ইন্সটল করে গুগোল ক্রোম দিয়ে ব্যবহার করলে আশা করা যায় রোগ নিরাময় হবে। রোগ ভালো না হলে দায় দায়িত্ব আমার নয়!
যাক, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন আমাদের মিষ্টি মুখ করতে ভুলে গেলে চলবে!
ব্লগে ঢোকার পরে দেখলাম
ধন্যবাদ
আমিন
আসিতেছে শুভ দিন
সুদিতে হইবে ঋণ
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন