অবিশ্বাস্য রেকর্ড ক্রিকেট ইতিহাসে, ১ বলে ২৮৬ রান

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০৪:০২:৩৯ বিকাল



১০০ বছর আগে ইংল্যান্ডের মাঠে এই রেকর্ডটি হয়েছিল। সেদিন ভিক্টোরিয়া দলের সঙ্গে অন্য একটি দলের খেলা ছিল।

ম্যাচের প্রথম বলেই ভিক্টোরিয়ার এক ব্যাটসম্যানের জোরাল শটে বল বাউন্ডারি পেরোনোর আগেই মাঠের মধ্যে থাকা একটি গাছের উঁচু ডালে আটকে যায়। এর মধ্যেই ভিক্টোরিয়ার দুই ব্যাটসম্যান রানের জন্য দৌড় শুরু করেন।

অন্যদিকে, বিপক্ষ দল বল হারিয়ে যাওয়ার সঙ্কেত দিতে আম্পায়ারের কাছে আর্জি জানায়। কিন্তু বল তো গাছের ডালে আটকে ! আর স্পষ্ট দেখাও যাচ্ছে। তাই আম্পায়ার আর কী করে বল হারিয়ে যাওয়ার সঙ্কেত দিতে পারেন! বিপক্ষ দলের আবেদনে সাড়া না দিয়ে আম্পায়ার গাছের ডাল ছেঁটে বল পাড়ার নির্দেশ দেন গ্রাউন্ড স্টাফকে।

এদিকে অনেক চেষ্টা সত্ত্বেও বল তো আর গাছের ডাল ছেড়ে পড়ে না। তখন গ্রাউন্ড স্টাফ মরীয়া হয়ে বন্দুক থেকে বল লক্ষ্য করে গুলি ছোঁড়েন। বল মাটিতে পড়ে। ততক্ষণে ভিক্টোরিয়ায় ব্যাটসম্যানরা ২৮৬ বার উইকেটের মধ্যে দৌড়ে ফেলেছেন। এরপর ভিক্টোরিয়া তাদের ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। ভিক্টোরিয়াই এই ম্যাচে জয়ী হয়েছিল। যদিও এই ম্যাচের কোনও প্রমাণ নেই।

বিষয়: বিবিধ

১১৯১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359822
১৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১৭
শেখের পোলা লিখেছেন : বাঃ বেশ মজার খেলা৷ ধন্যবাদ৷
১৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৫৩
298268
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
359827
১৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই জন্যই এখন ডেড বল ঘোষনা সহজ করা হয়েছে!
১৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:০৮
298274
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Don't Tell Anyone Don't Tell Anyone

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File