নামাজের জামাতে দৌড়ে আসা নিষেধ
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:০১:১০ সন্ধ্যা
আজানের সঙ্গে সঙ্গে মসজিদমুখী হওয়া, জামাত শুরুর আগেই মসজিদে উপস্থিত হওয়া, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা প্রত্যেক মুসলমান পুরুষের অন্যতম দায়িত্ব।
তবে নামাজ বা রাকাত শেষ হওয়ার ভয়ে দৌড়ে এসে জামাতে শরিক হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে ইসলামে। ইসলাম এটি সমর্থন করে না। কোরআন-হাদিসের বক্তব্য হলো নামাজে আগে আগে এসো। ধীরে সুস্থে এসো। তবে দৌড়ে এসো না। হাদিসে আছে
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, যখন নামাজের জন্য ইকামত (তাকবির) দেওয়া হয় তখন তোমরা তাতে দৌড়ে আসবে না, বরং তোমরা গাম্ভীর্য-সহকারে স্বাভাবিকরূপে হেঁটে আসবে। তারপর যতটা নামাজ (ইমামের সাথে) পাবে, পড়ে নেবে। আর যতটা ছুটে যাবে, ততটা (নিজে) পূরণ করে নেবে।
মুসলিম শরিফের এক বর্ণনায় হাদিসটির শেষে এও আছে যে, ‘কারণ তোমাদের কেউ যখন নামাজের উদ্দেশ্যে যায়, সে আসলে নামাজেই থাকে।’ [বুখারি ৬৩৬, ৯০৮, মুসলিম ৬০২, তিরমিজি ৩২৭]
সংগ্রহিত
বিষয়: বিবিধ
১৬১৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন