যারা নেতৃত্ব পাইতে হত্যার মতো জঘন্য কাজ করে আর যারা নেতৃত্ব পেলে কেদে বুক ভাষায় উভয় কি দুই গ্রহের লোক !!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:২২:৩৪ রাত
কেন্দ্র থেকে শুরু করে শাখা উপশাখায় নির্বাচন হয়ে গেল জানলোনা কেও। নির্বাচিত হল যে সেও টের পেলনা তাকে সভাপতি করা হচ্ছে। কোন নেতা কাহারো জন্যে ভোট চাইতে পারবেনা, চাইলে দন্ডনীয় অপরাধ।
যারা নির্বাচিত হয় তাদের শপথ গ্রহনের দিন দেখি কাঁদতে কাঁদতে শপথ বাক্য পাঠ করছে। আমি তাদের এমন দৃশ্য দেখে অবাগ হয়ে যাই, কারন অন্য দলে আনন্দপুর্তি করে শিবির এর ছেলেরা কাঁদে ব্যাপার কি? তাদের নেতাদের মুখে রহস্য শুনে হতবাগ! তারা বলছে এই মহুত দায়িত্ব যদি আমি পালন করতে ব্যার্থ হই কেয়ামতের দিন আমি আল্লাহর দরবারে আসামীর কাড়্গড়ায় দাড়াতে হবে।
শিবিরের সাবেক এক কেন্দ্রীয় নেতার নাম যখন ঘোষনা হয়েছিল সে সভাপতি নির্বাচিত হয়েছে এই কথা শুনে শপথ না নেওয়ার ঘোষনা দেয়। সে বলে এই বিশাল দায়িত্ব পালন করার যোগ্যতা আমার নেই। দুইজনে জোর করে ধরে নিয়ে আসে শপথ বাক্য পাঠ করাতে। যখনি শপথ বাক্য পাঠ করায় তখনি তার কান্না দেখে পুরা অনুষ্ঠানের স্রোতারাই কান্নায় ভেঙ্গে পড়ে।
গতকিছু দিন আগে ছাত্রলীগের নির্বাচন হল পদের জন্যে কর্মী নেতাকে মারল। দেশের প্রতিটি অঞ্চলে তাদের মারামারিতে অনেকে হাস্পাতালে ভর্তি করল।
গতকাল ছাত্রদলের নির্বাচন কে কেন্দ্রকরে কেন্দ্রীয় অফিসে আগুন দিল। ছাত্রশিবিরের নির্বাচন হল যে নির্বাচিত হল সবাই তার আনুগত্য করছে।
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
কুত্তারা হাড্ডি নিয়ে লড়াই করবে-
আর চাতক পাখিরা বৃষ্টির জন্য আকাশে চেয়ে থাকবে, এটাই স্বাভাবিক!!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনাকেও অনেক ধন্যবাদ
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন