অপহরন কি ! বাবাকে খোকার প্রশ্ন । কেউ কি উত্তর দিবেন , দেশের সবাই কি মানবাধিকার পাওয়ার যোগ্য !!!!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:১৫:১৪ বিকাল



ছোট্ট খোকা ক্লাশ ফাইভে পড়ে। প্রতিদিন টিভি দেখতে বসলে অপহরন অপরহন শব্দটা শুনতে শুনতে এর সাথে পরিচিত হয়ে গেছে । কিন্তু সে জানে না অপহরন কাকে বলে।

বাবাকে জিজ্ঞাসা করছে

খোকা:-অপহরন কি বাবা

বাবা:- অন্য লোকের অধিকার হরন করাকে বলে

খোকা:-অনেক লোককে হাত বাধা অবস্থায় দেখি পুলিশ গ্রেফতার করেছে এরা কারা বাবা

বাবা:-এরাই অন্যের অধিকার হরন করে বলে পুলিশ এদেরকে গ্রেফতার করেছে।

খোকা:-বাবা হরন কি জিনিস

বাবা:-কারোর ন্যার্য কোন পাওনাকে কেড়ে নেওয়া যেমন ধর মানসম্মান ওয়ালাকে অপমান করা ( অসম্মান করা) , সম্পদ অর্জনের জন্য কাউকে ধরে রেখে তার পরিবারের কাছে মোটা অংকের টাকা চাওয়া( অপহরন করা) এমন হাজারো অপরাধ যেটা কিনা অপহরন এর খাতায় গন্য হয়।

খোকা:-দেশের টাকা অবৈধভাবে বিদেশে নিলে সেটাও কি অপরহন হবে না

বাবা:-সেটাকে পাচার করা বলে ( কিন্তু মৌলিক অর্থে সেটাও অপহরন বলে বিবেচিত)

খোকা:- বড় চাচাকে যে কারা নিয়ে গেছে ওটা কি অপহরন

বাবা:- না বাবা তোমার বড় চাচ তো জামায়াত ইসলামীর লোক । যারা এই দল সমর্থন করে তাদের কোন অধিকারই নাই এই দেশে বসবাস করার তাই তাদেরকে যতই হত্যা গুম খুন করুক না কেন মানবাধিকার বলে কোন কিছুই এদের পক্ষে কথা বলবে না

খোকা:- বাবা তুমি তো আমাকে সবসময় চকলেট দাও না সেটা কি অধিকার হরন!

বাবা:- সেটা হলো ভালবাসা হরন

হা-হা-হা-হা-হা-হা-হা-হ-হা-হা-হা-হা-হা-হা

বিষয়: বিবিধ

১৪১০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358723
০৬ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:২৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৬ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৩৪
297551
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
358744
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৫৫
শেখের পোলা লিখেছেন : কথায় আছে 'এক দেশের বুলি অন্য দেশের গালি'৷অর্থাৎ পাত্র ভেদে একই জিনিষ ভিন অর্থ মিন করে৷ তাই চেতনাহীনদের সব হরণই চেতনাবাজদের জন্য অধিকার হরণ নয়৷ কানা মিজানরা জন্ম থেকেই কানা৷ দেখবে কেমন করে?ধন্যবাদ৷
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:১১
297570
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঠিক বলেছেন আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দিক আর এই কানা মিজানদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার তওফিক দেন
আমিন
আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File