স্বামী স্ত্রীর আলাপ চারিতা এবং বাকশালে লোকদের প্রতি দয়ার ঝগড়া

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৫২:১৬ রাত



স্বামী: ওগো শুনছো তোমার জন্য একটা সুখবর আছে।

স্ত্রী: এত ভনিতা না করে বলে ফেল তোমার সেই সুখবর।

স্বামী:আমি তোমাকে না অনেক অনেক ..........বলে কথা আটকে গেল।

স্ত্রী: তোমার এই সব নেকামী দেখতে দেখতে ৩০টি বছর পার করলাম আজ সাত সকালে আবারও সেই একই রকম নেকামী !

স্বামী: না মানে বলতে গিয়ে কেন যেন আটকে গেছে বুঝতে পারছি না।

স্ত্রী: তা্ হলে তোমার কথা শেষ ! আমি তোমার মত অত আজাইরে লোক না বসে বসে বেহুদা গেজর গেজর করব।

স্বামী: বলছিলাম আজকে ১৫ই আগস্ট তোমার কি মনে আছে ! আমাদের বিবাহ বার্ষিক !!!

স্ত্রী: হা হলেও হতে পারে বিবাহ বার্ষিকী তো কি হয়েছে এবার বলো কি বলতে চাও !

স্বামী: তোমার হাতের এককাপ চা খেতে চাই সেটা কি সম্ভব হবে

স্ব্রী: এতক্ষনে তোমার মতলব বুঝলাম তুমি কি কারনে এত নাটক করলে!

স্বামী:দেখ আমি কিন্তু তোমার সাথে ঝগড়া করতে চাইনি ,যদি তুমি পায়ে পাড়া দিয়ে আমার সাথে ঝগড়া করো তবে .............

স্ত্রী: তবে কি কবরা বলো থামলে কেন বলো , সারা জীবনতো বলেই গেলে এখন আর থেমো না বলতে থাকো ,

স্বামী:আজকের দিনে তোমার বাবা মজিব যে মারা গেছে সেই দিন , তোমার গুষ্টির বাকশালের বেজাতরা যে তাদের পরিচয় বাদ দিয়ে আত্মগোপনে ছিল তাকি তোমার মনে আছে । তাদেরকে আমরা শেল্টার দিয়েছিলাম , তাদের প্রতি দয়া দেখিয়ে তোমাকে বিবাহ করেছিলাম সেই দয়ার কারনে তুমি আমার সারা জীবন জালিয়ে পুড়িয়ে ছাই করেছো।

বেচারা স্বামী কি আর ওখানে দাড়ানোর শক্তি আছে ! কয়েক ঘন্টার জন্য আত্মগোপন করেছে বাকশালীদের মেয়ের ভয়ে যদি বাসায় ফেরে হয়তো তখনো অন্য নতুন কোন ভনিতা করা লাগবেই নইলে রক্ষা নাই

বিষয়: বিবিধ

১৩০৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358670
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:৫৩
শেখের পোলা লিখেছেন : রহস্য হয়ে রইল৷
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৫১
297506
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File