স্বামী স্ত্রীর আলাপ চারিতা এবং বাকশালে লোকদের প্রতি দয়ার ঝগড়া
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৫২:১৬ রাত
স্বামী: ওগো শুনছো তোমার জন্য একটা সুখবর আছে।
স্ত্রী: এত ভনিতা না করে বলে ফেল তোমার সেই সুখবর।
স্বামী:আমি তোমাকে না অনেক অনেক ..........বলে কথা আটকে গেল।
স্ত্রী: তোমার এই সব নেকামী দেখতে দেখতে ৩০টি বছর পার করলাম আজ সাত সকালে আবারও সেই একই রকম নেকামী !
স্বামী: না মানে বলতে গিয়ে কেন যেন আটকে গেছে বুঝতে পারছি না।
স্ত্রী: তা্ হলে তোমার কথা শেষ ! আমি তোমার মত অত আজাইরে লোক না বসে বসে বেহুদা গেজর গেজর করব।
স্বামী: বলছিলাম আজকে ১৫ই আগস্ট তোমার কি মনে আছে ! আমাদের বিবাহ বার্ষিক !!!
স্ত্রী: হা হলেও হতে পারে বিবাহ বার্ষিকী তো কি হয়েছে এবার বলো কি বলতে চাও !
স্বামী: তোমার হাতের এককাপ চা খেতে চাই সেটা কি সম্ভব হবে
স্ব্রী: এতক্ষনে তোমার মতলব বুঝলাম তুমি কি কারনে এত নাটক করলে!
স্বামী:দেখ আমি কিন্তু তোমার সাথে ঝগড়া করতে চাইনি ,যদি তুমি পায়ে পাড়া দিয়ে আমার সাথে ঝগড়া করো তবে .............
স্ত্রী: তবে কি কবরা বলো থামলে কেন বলো , সারা জীবনতো বলেই গেলে এখন আর থেমো না বলতে থাকো ,
স্বামী:আজকের দিনে তোমার বাবা মজিব যে মারা গেছে সেই দিন , তোমার গুষ্টির বাকশালের বেজাতরা যে তাদের পরিচয় বাদ দিয়ে আত্মগোপনে ছিল তাকি তোমার মনে আছে । তাদেরকে আমরা শেল্টার দিয়েছিলাম , তাদের প্রতি দয়া দেখিয়ে তোমাকে বিবাহ করেছিলাম সেই দয়ার কারনে তুমি আমার সারা জীবন জালিয়ে পুড়িয়ে ছাই করেছো।
বেচারা স্বামী কি আর ওখানে দাড়ানোর শক্তি আছে ! কয়েক ঘন্টার জন্য আত্মগোপন করেছে বাকশালীদের মেয়ের ভয়ে যদি বাসায় ফেরে হয়তো তখনো অন্য নতুন কোন ভনিতা করা লাগবেই নইলে রক্ষা নাই
বিষয়: বিবিধ
১৩০৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন