দুই টা রুপক অর্থই শিখলাম দিঘ ৮ বছরে। আসল অর্থ কবে শিখাবে সরকার - (মানবতা বিরোধী এবং জঙ্গি)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:০৩:২৭ রাত



স্যার: এই ছেলে তুমি বলো তো গাধা কাকে বলে !

ছাত্র : আমাদের পিছনের বেন্চের জমিসকে স্যার।

স্যার : আসলে তুইও একটা গাধা । আমি একটু আগে ওকে গাধা বলেছিলাম সেটাতো রুপক অর্থে ওর মাথায় মনে হয় কিছু থাকেনা যখনই পড়া জিজ্ঞাসা করি সে পারেনা।

ছাত্র: তাইলে স্যার আমরা আসলটা কবে শিখব " রুপকটা আজ এতমাস লাগলো শিখতে। আপনিতো অনেক দিন থেকে অনেক ছাত্রকে গাধাই বলতেছেন সবগুলি যদি রুপক হয় স্যার দয়া করে আসলটা বলবেন স্যার ।



ক্লাসে ছাত্র শিক্ষক : শিক্ষক বলছে ছাত্ররা তোমরা কে বলতে পারবা প্রধান শিক্ষক অর্থ কি ?

ছাত্র: বলছে স্যার প্রধান শিক্ষক অর্থ রফি স্যার।

শিক্ষক বলছে এই গরু তুই এই দিক আয়।তোর কান টেনে ছিড়ে ফেলব।প্রধান শিক্ষক অর্থ কি করে রফি স্যার হয় ?

ছাত্র: কোন উত্তর দিল না চুপচাপ তার জাগায় বসে থাকলো।

শিক্ষক:এই গরু তোকে না বললাম এই দিক আয় প্রধান শিক্ষকের অর্থ শিখিয়ে দিব কান টেনে।

ছাত্র: স্যার আমি ভাবছিলাম আপনি প্রধান শিক্ষকের রুপক অর্থে জিজ্ঞাসা করলেন কিনা , কারন একটু আগে একস্যার রুপক ভাবে গাধার কথা বলে গেলেন তো তাই !!!!! আর আপনি তো গরুকে ডেকেছেন আমাকে তো ডাকেন কি স্যার।

বর্তমান সরকার দেশের জনগনকে ছাত্র ভেবেছে আর মাঝে মাঝে জনরোষকে থামাতে রুপকভাবে একটা ঘটনার অবতারনা করে কয়েক দিন পালিত কুকুরের মতো মিডিয়াগুলিকে ব্যাস্ত রাখে আর গলায় শিকল নিয়ে যেই ভাবে কুকুর গুলি তাদের পোষ্যর চারিদিকে ঘুর পাক খায় সেই ভাবে সাংবাদিকরা রুপক সংবাদ সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়ে

সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের কলম চলতে থাকবে ততদিন আমরা পিছপা হবো না যতদিন এই নাস্তিক ক্ষমতাচ্চ্যুত হয়

বিষয়: বিবিধ

১৪১১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358541
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:১৪
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : মিডিয়া যার কাজ হচ্ছে সঠিক বিষয় তুলে ধরা।আর হলুদ মিডিয়া যার কাজ হচ্ছে দালালী করা। আজ বাংলাদেশে মিডিয়া বলতে কোন মাধ্যম নাই যা আছে তা হচ্ছে হলুদ মিডিয়া।

আল্লাহ সবাইকে ঈমানী শক্তি বাড়িয়ে দিক সবাই জেন এই নাস্তিক সরকারের বিরুদ্ধে কলম ধরতে পারে।
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:১৬
297406
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন সুম্মাআমিন
আল্লাহ আপনাকে হায়াতে তৈয়্যবা দান করুক এবং আমাদের অন্যান্ন ভাইদের জন্যও দোয়া থাকলো
358547
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পক্ষে আসল বিপক্ষে রুপক!
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:০৩
297409
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হা ওদের করাত হলো শাখের করাতের মতো আসা যাওয়াতে কাটে
পক্ষে হলে আসল আর বিপক্ষে হলে রুপক
358556
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:৩৫
আফরা লিখেছেন : রাজনীতি বুঝি কম তবে কৌতুক পড়ে মজা পেয়েছি । ধন্যবাদ ভাইয়া ।
০৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৩৬
297461
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপু মজা পাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
358566
০৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৫:০৬
শেখের পোলা লিখেছেন : হীরক রাজার রূপক কাহিনী- Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৩৭
297462
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor জি হুজুুর আজ্ঞে হুজুর
358577
০৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:১৭
হতভাগা লিখেছেন : মানবতাবিরোধী + জঙ্গি = জামায়াত-শিবির
০৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৩৮
297463
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ৮ বছরে দেশের জনগনের কান ঝালাফালা হয়েছে এই দুইটা শব্দ শুনতে শুনতে
জনদুর্ভোগের কথা না হয় পরের সরকারের কাছে শুনা যাবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File