নিজেকে পন্ডিত মনে করেছিল ইবলিশ ! এই ব্লগে এক ব্লগারও ইবলিশ হতে চলেছে নিজেকে পন্ডিত ভাবছে এবং সবাইর ভুল ধরতেছে ।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০১ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:০২:৪৬ দুপুর
জ্ঞানীরা কখনো তর্ক করেনা। তাদের জ্ঞানের পরিধি প্রমানিত হয় লেখনির মাধ্যমে অথবা আচার আচরনের মাধ্যমে ।
আর মুর্খরা সব সময় তর্ক করতে ভালবাসে , অন্যকে খোচা দিয়ে কথা বলতে ভালবাসে । ওরা মনে করে নিজেকে জ্ঞানী জাহির করতে অবশ্ব্যই কারোর সাথে বাহাসে যেতে হবে ।
এমনি এমনি কেউ কারোর সাথে বাহাস করবে না অবশ্ব্যই তার মান সম্মান নিয়ে খোচা দিতে হবে তবেই লোকটি তার সাথে বহচ করবে।
সুন্দর পরিবেশে পরিচালিত ব্লগটাকে তর্ক বিতর্ক জুড়তে নিজেকে পন্ডিতের পন্ডিত সাজাচ্ছে একজন ব্লগার।
লোকটি মাঝে মাঝে হারিয়ে যায় , মনে হয় আমরা একটু স্বস্তিতে আছি। কিন্তু আবার আগমন !!
আগমন হলেতো সমস্যা নাই কিন্তু সেই আগমন হয় গিবত চোগলখুরি এবং মিথ্যার ফুলঝুড়ি নিয়ে ।
অহেতুক বানোয়াট কথা বলবে যাতে গিয়ে গায় পড়ে ঝগড়া করা যায় । নিজেকে জ্ঞানী ভাবে । মক্কা মদিনার আলেমদের গলদ , বাংলাদেশের আলেমদের গলদ , ইসলামী দলগুলির গলদ ইত্যাদি ইত্যাদি।
আপনারা নিশ্চয় তাকে চিনেছেন ...........
বিষয়: বিবিধ
১৪৩২ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের জনাব আবুল হেকম ছাড়া আর কে।
যিনি (মনে করেন যে তিনি) সব জানেন ও বুঝেন।
তামাম দুনিয়ার আলেম সমাজের ভুল তিনি একাই ধরে দিচ্ছেন...
উনি আমার বিরুদ্ধে একটা ব্লগও পোষ্ট করেছেন । আল্লাহ তাকে হেদায়েত দান করুক
ধন্যবাদ
মাঝে মাঝে ঝটকা মারে পর পর কয়েকটা হাবিজাবি মনগড়া কিচ্ছাকাহিনী লেখে ,কিছু বিশিষ্ট ব্যাক্তিদের নামে কুটসা রটনা করে নিজেকে বাহাদুর সাজার ভাব করে
আল্লাহ তাকে হেদায়েত দিক
ঠিক বলেছেনন, "জ্ঞানীরা কখনো তর্ক করেনা। তাদের জ্ঞানের পরিধি প্রমানিত হয় লেখনির মাধ্যমে অথবা আচার আচরনের মাধ্যমে । "
আমি রিয়াদ থাকি
তার প্রতিটা পোষ্ট পড়লে মনে হবে দুনিয়ার সবাই ভুলের মধ্যে আছে শুধু মাত্র সে ছাড়া
খালি কলস যেমন ঠিক তেমন পন্ডিত
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন